Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৫, ২০২৫ ১০:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে চরআবদানীর ভাঙ্গনকবলিত জনতার পাশে দাঁড়ালেন এসপি মাহবুব 
Monday February 26, 2018 , 7:05 pm
Print this E-mail this

বরিশালের বাসীর সাথে আমার আত্মার সম্পর্ক – বর্ষীয়ান আওয়ামী নেতা বীরবিক্রম এসপি মাহবুব

বরিশালে চরআবদানীর ভাঙ্গনকবলিত জনতার পাশে দাঁড়ালেন এসপি মাহবুব


দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে চরআবদানীর এলাকা বাসী ভাঙ্গন থেকে রেহাই পেতে নিজেদের উদ্দেগে জিয়ে ব্যগ, বালির ব্যগ ও খেচা ফালান তারা। ৩নং চরবাড়ীয়ার ৬নং ওয়ার্ড দীর্ঘদিন জাবত ভাঙ্গনের সাথে যুদ্ধকরে আসছে। বরিশাল শহরের কাছে থাকা শত্তে ও এলাকায় কোনো উন্নয়নের ছোয়া লাগে নিই। এই এলাকার মানুষের জনো প্রতিনিধিদের কাছে একটাই দাবি ছিলো যে তাদের কে ভাঙ্গন থেকে কিভাবে পরিত্রাণ পায় তার ব্যবস্থা গ্রহণ করা। এ বিষয় এলাকাবাসী অনেক র্কমসূচি করলেও জনো প্রতিনিধির কাছ থেকে কোন সাহায্য সহযোগিতা পায় নিই তারা। দাড়ে দাড়ে ঘুরে কোন সুফল না পাওয়ায় নিজেদের অর্থায়নে কাজ শুরু করে। এলাকার জনগণদের কাছথেকে জানা যায় ২০১৭ ইং শেষে নাগাদ মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্পো অনুমোদন করে। কিন্তু প্রকল্পটি বাস্তবায়ন হতে অনেক সময় লাগার কারনে এলাকাবাসী ভাঙ্গলথেকে রেহাই পেতে নিজেদের অর্থায়নে কাজ শুরু করে। এলাকাবাসীর উদ্দ্যেগের কথাশুনে ছুটে আশেন কেন্দ্রীয় আওয়ামী নেতা বীরবিক্রম এসপি মাহবুব। তিনি বলেন, বরিশালের বাসীর সাথে আমার আত্মার সম্পর্ক। এ ভাঙ্গল থেকে রেহাই পাওয়ার আকুতি চরবাড়ীয়া ইউনিয়ন সহ বেলতলা, চরআবদানী, লামচরি এলাকার সর্ব স্তরের মানুষের। এই কাজের জন্য তিনি সব বিষয় সাহায্য সহযোগিতা করবেন বলে সাধারণ মানুষকে আশস্থ করেন তিনি। তিনি সকলের কাছে দোয়া চান তিনি যেনো সবসময় জনগণের পাশে থেকে উন্নয়ন মূলক কাজ করে যেতে পারে।




Archives
Image
ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সুবিধাপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা : ফারুক ই আজম
Image
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে জনগণ হতাশ হবে : তারেক রহমান
Image
বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা : ভারতের কাছে জবাব চাওয়ার দাবি
Image
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
Image
বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ