Current Bangladesh Time
শনিবার জানুয়ারি ২৫, ২০২৫ ১০:১০ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ঘুষ নেয়ার অভিযোগে ভূমি অফিসের নামজারী সহকারী রুহুলের বিরুদ্ধে মামলা 
Wednesday August 30, 2017 , 6:41 pm
Print this E-mail this

নগদ ৩০ হাজার টাকা দেয়া হলে ফি বাবদ আরো এক হাজার একশ ৫০ টাকা দাবী করে রুহুল

বরিশালে ঘুষ নেয়ার অভিযোগে ভূমি অফিসের নামজারী সহকারী রুহুলের বিরুদ্ধে মামলা


শামীম আহমেদ : ঘুষ নেয়ার অভিযোগে সদর উপজেলা ভূমি অফিসের নামজারী সহকারী রুহুল আমেনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়ের হয়েছে।২৯ আগস্ট মঙ্গলবার জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন বিচারাধীন আদালতে মামলাটি দায়ের হয়।বরিশাল নগরীর কাশিপুরের ইছাকাঠি এলাকার লোকমান হোসাইন বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলায় শুধুমাত্র রুহুল আমেনকে অভিযুক্ত করা হয়।তার বিরুদ্ধে অভিযোগে লোকমান আদালতে বলেন,রুহুল একজন অসৎ কর্মকর্তা।তিনি কর্ম ক্ষমতার অপব্যবহারে সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ ভাবে অর্থ হাতিয়ে নেয়।লোকমানের বাবা নুরুনবী আকন কেনা জমি নিজ নামে নামজারী করতে কাশিপুর সহকারী ভূমি অফিসের মাধ্যমে আবেদন করে।দেরী হওয়ায় ভূমি সহকারী কর্মকর্তার পরামর্শ নিয়ে রুহুলের সাথে দেখা করে।রুহুল এ কাজের জন্য ৩৫ হাজার টাকা ঘুষ নিয়ে দেখা করতে বলে।গত ১৮ জুলাই তাকে নগদ ৩০ হাজার টাকা দেয়া হলে ফি বাবদ আরো এক হাজার একশ ৫০ টাকা দাবী করে।তাকে ওই টাকা দেয়া হলে তিনি এক হাজার একশ ৫০ টাকার রসিদ দেয়।বাকি টাকার রসিদ চাইলে রুহুল ক্ষিপ্ত হয়ে নামজারী বাতিলসহ মারধর করা ও মিথ্যে মামলা দেয়ার হুমকি দেয়।লোকমান রুহুলের সাথে ঘটা কার্যকলাপ ভিডিও করে রাখে।ঘুষ নেয়ার স্থির চিত্রসহ আদালতে জমা দেয়।আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে দুদকে স্থানান্তরসহ সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মামলার কপি প্রেরণ করার আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।

 

 

 

 




Archives
Image
ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে সুবিধাপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা : ফারুক ই আজম
Image
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল হলে জনগণ হতাশ হবে : তারেক রহমান
Image
বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা : ভারতের কাছে জবাব চাওয়ার দাবি
Image
দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
Image
বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ