Current Bangladesh Time
মঙ্গলবার মার্চ ২৫, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ঘুষ গ্রহণকালে সহকারী সেটেলমেন্ট অফিসকর্মী আটক 
Thursday December 14, 2017 , 6:39 pm
Print this E-mail this

আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

বরিশালে ঘুষ গ্রহণকালে সহকারী সেটেলমেন্ট অফিসকর্মী আটক


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ঘুষ গ্রহণকালে ১০ হাজার টাকাসহ সহকারী সেটেলমেন্ট অফিসের বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিককে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পোর্ট রোড সহকারী সেটেলমেন্ট অফিস চত্বর থেকে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা সহকারী কমিশনার (এসি) ফরহাদ সরদার জানান, বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা আব্দুল মান্নান সম্প্রতি ৩১ ধারার মামলার রায় হওয়ার পর তার জমির জমির পর্চা নিতে সহকারী সেটেলমেন্ট অফিসে যান। ওই সময় বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিক পর্চা বাবদ মান্নানের কাছে একলাখ টাকা দাবি করেন। এ নিয়ে দর কষাকষির এক পর্যায়ে ১০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে আব্দুল মান্নানকে তার জমির পর্চা দিতে সম্মত হন বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিক। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল কার্যালয়ে লিখিত অভিযোগ করেন আব্দুল মান্নান। ওই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নানের কাছ থেকে আবু বকর সিদ্দিকী ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণকালে পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করে দুদক কর্মকর্তারা। আটক বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুদক থেকে বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ছবি/সূত্র : জাগো নিউজ




Archives
Image
চীন সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে : ড. ইউনূস
Image
বরিশালে ছিনতাই মামলায় ছাত্রদল নেতা কারাগারে
Image
নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে বিআরটিএ
Image
সচিবালয় এলাকায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৪০
Image
‘আওয়ামী লিগ’ নামে নতুন দল, নিবন্ধন চাইল ইসির