মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে ঘুষ গ্রহণকালে ১০ হাজার টাকাসহ সহকারী সেটেলমেন্ট অফিসের বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিককে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পোর্ট রোড সহকারী সেটেলমেন্ট অফিস চত্বর থেকে পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি থানা সহকারী কমিশনার (এসি) ফরহাদ সরদার জানান, বরিশাল নগরীর রূপাতলী এলাকার বাসিন্দা আব্দুল মান্নান সম্প্রতি ৩১ ধারার মামলার রায় হওয়ার পর তার জমির জমির পর্চা নিতে সহকারী সেটেলমেন্ট অফিসে যান। ওই সময় বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিক পর্চা বাবদ মান্নানের কাছে একলাখ টাকা দাবি করেন। এ নিয়ে দর কষাকষির এক পর্যায়ে ১০ হাজার টাকা উৎকোচের বিনিময়ে আব্দুল মান্নানকে তার জমির পর্চা দিতে সম্মত হন বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিক। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল কার্যালয়ে লিখিত অভিযোগ করেন আব্দুল মান্নান। ওই অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে আব্দুল মান্নানের কাছ থেকে আবু বকর সিদ্দিকী ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণকালে পুলিশের সহায়তায় তাকে হাতেনাতে আটক করে দুদক কর্মকর্তারা। আটক বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিককে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় দুদক থেকে বেঞ্চ সহকারী (পেশকার) আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।