|
গ্রীন লাইন বাস কর্তৃপক্ষ পূরানো নাজুক বাস দিয়ে বিভিন্ন লাইনের যাত্রী বহন করছে
বরিশালে গ্রীন লাইন বাস কর্তৃপক্ষ’র যাত্রীদের সাথে অভিনব প্রতারণা
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : আধুনিক সার্ভিসের নামে যাত্রীদের সাথে অভিনব প্রতারণা শুরু করছে গ্রীন লাইন বাস কর্তৃপক্ষ। নতুন দ্রুত গতি সম্পন্ন বাস দিয়ে সার্ভিস দেয়ার কথা থাকলেও পুরনো লক্কর-ঝক্কর বাস দিয়ে চলছে যাত্রীদের সাথে প্রতারণা। সূত্র জানায়, গ্রীন লাইন বাস কর্তৃপক্ষ পূরানো নাজুক বাস দিয়ে বিভিন্ন লাইনের যাত্রী বহন করছে। বাসের অবস্থা ভালো না থাকায় যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের যে কোন দূর্ঘটনা। যে সকল যাত্রী একবার গ্রীন লাইন বাসে যাতায়াত করে সেকল যাত্রী দ্বিতীয়বার আর গ্রীন লাইন বাসে উঠতে চায় না। কারন গ্রীন লাইন বাসে উঠলে জীবন নিয়ে অনেকটা হুমকিতে পড়তে হয়। যাত্রীদের অভিযোগ, বরিশাল থেকে সরাসরি ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় চলাচল করে গ্রীন লাইন বাস। এমনকি বরিশাল থেকে কোলকাতার উদ্দ্যেশে যাওয়ার জন্যও গ্রীন লাইন বাস ব্যবহৃত হচ্ছে। সকল রুটেই নাজুক লক্কর-ঝক্কর বাস দিয়েই যাত্রী বহন করে গ্রীন লাইন বাস কর্তৃপক্ষ। অনেক যাত্রীই বলছেন গ্রীন লাইন কর্তৃপক্ষ যাত্রীদের সাথে প্রতারণা করছে। অনেক বাসের জানালার গ্লাস ভাঙ্গা, এসি বিকল। বাসের সিট ভাঙ্গা, ঠিকভাবে বসাও যায় না। পথে পথে বাস নষ্ট হয়ে ঘন্টার পর ঘন্টা পথে আটকে থাকতে হয়। যেখানে যেতে ৫ ঘন্টা সময় লাগার কথা সেখানে পৌঁছতে লাগে প্রায় ১০ ঘন্টা। বরিশাল থেকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল নথুল্লাবাদ বাস কাউন্টার থেকে বেনাপোল পর্যন্ত যাবার উদ্দেশ্যে ১১শ টাকা দিয়ে গ্রীন লাইন বাসের টিকিট কাটেন বরিশালের জনৈক এক যাত্রী। বাস ছাড়ার কথা ছিলো বৃহস্পতিবার রাত ১০ টায়। কিন্তু রাত ১২ টার দিকে বাসটি ছেড়ে যায়। যাত্রীদেরে সাথে এটি একটি প্রতারণা উল্লেখ করে সালাউদ্দিন বলেন ১০টার বাস ১২ ছেড়ে আসলেও মোস্তফাপুর পর্যন্ত আসার পরে হঠাৎ বন্ধ হয়ে যায় গ্রীন লাইন বাসটি, যার নম্বর: ঢাকা মেট্রো-ব ১৪-০৬৮২। প্রায় দু-ঘন্টা পর্যন্ত সেখানে আটকে থাকে বাসটি। বাসের সুপার ভাইজার বাসটি নষ্ট হয়েছে। আপনারা সবাই চুপ করে থাকেন, দেখি কি করা যায়। ওই বাসে থাকা বাসের অপর যাত্রীরা জানায়, দেশের বিলাশবহুল একটি বাস সার্ভিসের যদি এ অবস্থা হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়! যে কোন সময়ইতো বাসটি বড় ধরণের দূর্ঘটনায় পড়তে পারে। বাসের যাত্রীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যাত্রীদের সাথে প্রতারণা করার দায়ে বাসের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিও জানান।
সূত্র : বরিশাল ক্রাইম নিউজ
Post Views:
৫৩৯
|
|