|
অনুষ্ঠানের শুরুতে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়
বরিশালের গৌরনদীতে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জেলার উত্তর জনপদের একমাত্র বিনোদন কেন্দ্র গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের দেওপাড়া এলাকার শাহী ৯৯ পার্কে শুক্রবার দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক বনভোজন ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। জনপ্রিয় অনলাইন ও সাপ্তাহিক পত্রিকা সংবাদ সপ্তাহর আয়োজনে সকাল দশটা থেকে বিরামহীনভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে রাত আটটা পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেয়া হয়। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা। সংবাদ সপ্তাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী আল-আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বেলজিয়াম প্রবাসী কবি সফি আলী, সুইজ হাসপাতালের ব্যবস্থাপক মোঃ মহিউদ্দিন আকন প্রমুখ। দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতার কেন্দ্রের শিল্পী ফিরোজ মিয়া, কাজী আল-আমিন, বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য শিল্পী অসীম হালদার ও সাইমুন ইসলাম।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
১১১
|
|