মরদেহ বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে
বরিশালে গৃহবধূর মরদেহ উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন থেকে নুপুর বেগম (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের হরিনাফুলিয়ার হাওলাদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নুপুর ওই ইউনিয়নের বাসিন্দা ও অটোরিকশাচালক মামুন হাওলাদারের স্ত্রী। স্থানীয়রা জানান, একযুগ আগে ঝালকাঠি জেলার দক্ষিণ বালিবোনা গ্রামের সত্তার মল্লিকের মেয়ে নুপুরের সঙ্গে জাগুয়া ইউনিয়নের হরিনাফুলিয়া হাওলাদার বাড়ির সুলতান হাওলাদারের ছেলে মামুন হাওলাদারের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দু’টি সন্তান রয়েছে। মৃত গৃহবধূর ভাই ইলিয়াস বলেন, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে নুপুরকে নির্যাতন করে আসছিলো মামুন। বুধবার (০৫ সেপ্টেম্বর) রাতেও নুপুরকে মারধর করে সে। মারধরে নুপুর অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে নেওয়া হয়নি। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি নুপুরকে দেখতে আসেন। এসে তিনি নুপুরকে মৃত অবস্থায় দেখতে পান। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আসাদুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।