Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ৯, ২০২৩ ১:৩৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে গৃহবধুকে কুপিয় হত্যা, গুরুতর জখম স্বামী 
Tuesday November 22, 2022 , 2:02 pm
Print this E-mail this

রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ

বরিশালে গৃহবধুকে কুপিয় হত্যা, গুরুতর জখম স্বামী


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মারুফা (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্বামী মিলন খানও গুরুতর জখম হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারুফা বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের নতুন হাট এলাকার মিলন খানের স্ত্রী।

তিনি দুই সন্তানের জননী। স্থানীয় সূত্রে জানা যায়, বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামের নতুন হাট এলাকার মিলন খানের স্ত্রীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় মিলন খানও গুরুতর আহত হয়েছেন। মিলনকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকুদিয়া গ্রামের ইউপি সদস্য শাহ আলম জানান, সোমবার দিবাগত রাতে নতুন হাট খান বাড়ির মিলন খানের স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সেসময় মিলন খানকে এলোপাথাড়ি কোপ দিয়েছে দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, তাদের ঘরে থাকা নগদ টাকা-পয়সা ও স্বর্ণ নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ বিয়ষটি নিশ্চিত করেছেন বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব বলেন, গতরাতে দেহেরগতি ইউনিয়নে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে গিয়ে দেখে মনে হলো এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার করতে কাজ করছি।




Archives

Image
ব‌রিশালে অডিশন চলছে ‘কুরআনের নূর’ প্রতিযোগিতার
Image
রোববার সারা দেশে মানববন্ধন করবে বিএনপি
Image
আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বরিশাল মুক্ত দিবস উদযাপন
Image
বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
Image
চাকরি গেল বিসিসি’র ১৩৪ জনের, তালিকায় আরও ৫১ জন