শাহাবুদ্দিন দীর্ঘদিন থেকে তাকে বিভিন্ন ধরনের উত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো
বরিশালে গৃহধূর শ্লীলতাহানী
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তুচ্ছ ঘটনার জেরধরে একই বাড়ির চাচাতো ভাবীকে শ্লীলতাহানী করে মারধর করেছে বখাটে দেবর। গুরুতর আহত গৃহবধূ রাহিমা বেগমকে (২৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বুধবার দুপুরে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার বানিয়াশুরী মহল্লায়। ওই মহল্লার বাসিন্দা বিএম শাহআলমের স্ত্রী রাহিমা বেগম জানান, একই বাড়ির মৃত মন্নান বয়াতীর পুত্র (চাচাতো দেবর) শাহাবুদ্দিন দীর্ঘদিন থেকে তাকে বিভিন্ন ধরনের উত্যক্তসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলো। তার প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনার জেরধরে বখাটে শাহাবুদ্দিন তাকে মারধর করে আহত করে। এসময় শাহাবুদ্দিন গৃববধূ রাহিমা বেগমের শ্লীলতাহানী করে গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।