মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে
বরিশালে গাঁজা ও ইয়াবা সহ আটক-২, পিকআপ জব্দ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীতে ডিবি পুলিশের পৃথক দুটি অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে একটি পিকআপ গাড়ী। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৯টায় নবগ্রাম রোডের খান সড়ক এবং শুক্রবার বিকাল ৩টার দিকে রূপাতলী বটতলা এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সহ আটককৃতরা হলো, নগরীর ২৩ নবগ্রাম রোড খাঁন সড়কের বাসিন্দা সহিদ হাওলাদারের ছেলে মো. সাগর হাওলাদার (১৯) ও ২৫নং ওয়ার্ডের রূপাতলী বটতলার মোক্তার আলী কৌকিদার বাড়ীর বাসিন্দা মো. জাহাঙ্গীর খলিফার ছেলে মো. আব্দুর রহিম খলিফা (৩০)। এর মধ্যে ৯০ পিস ইয়াবা ও একটি পিকআপ সহ সাগর হাওলাদারকে আটক করে ডিবি’র এসআই হেলাল উদ্দিন ও একশত গ্রাম গাঁজা সহ আব্দুর রহিম খলিফাকে আটক করে এসআই ইউনুস আলী ফরাজির নেতৃত্বাধীন টিম। দুটি ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।