মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরীর ধান গবেষনা রোড এলাকা থেকে গাঁজাসহ শাওন নামের এক তরুনকে আকট করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। ২০ আগস্ট বিকেলে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ফারুক হোসেন আটক করে। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে বিএমপি বরিশালের কোতয়ালী মডেল থানাধীন ২৪ নং ওয়ার্ডের ধান গবেষনা রোডস্থ নজরুল স্টোর এর সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী (১) মোঃ শাওন হাওলাদার (১৮), পিতা-মোঃ মোস্তফা হাওলাদার মাতা-মোছাঃ পারুল বেগম সাং-চরডিগ্রী ওয়ার্ড নং-০৯ মুলাদী পৌরসভা থানা-মুলাদী জেলা-বরিশাল এ/পি জনৈক সুলতান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া ধান গবেষনা রোড ওয়ার্ড নং-২৪ কোতয়ালী মডেল থানা বিএমপি বরিশাল, তাকে ২০(বিশ) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নং-৮০/১৯।