মুক্তখবর ডেস্ক রিপোর্ট : দুই লাখ টাকা চাঁদার দাবিতে বাবুগঞ্জের মোহনগঞ্জ গরুর হাটের ইজারাদার লালু বেপারিকে (৫৯) এলোপাতারি কুপিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।এই ঘটনায় আহতের ভাই বাশার বেপারি বাদী হয়ে শুক্রবার উপজেলার বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার মোহনগঞ্জ হাটের ইজারাদার লালু বেপারির সাথে স্থানীয় সন্ত্রাসী মিন্টু গ্রুপের সঙ্গে কোরবানির গরুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল।ওই দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় মিন্টুর নেতৃত্বে বকশিরচর গ্রামের তাহিদ, সাইদুল ও সেন্টুসহ ৭ থেকে ৮ জন সশস্ত্র সন্ত্রাসী ইজারাদার লালু বেপারির দোকানঘরে হামলা চালায়।এসময় সন্ত্রাসীরা লালু বেপারিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে দোকানের ক্যাশে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরে বাজারের লোকজন তাকে গুরুতর জখম ও অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।আহতের ভাই বাশার বেপারি জানান, তার বড়ভাই লালু বেপারির কাছে স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিন্টু গ্রুপ আসন্ন কোরবানির গরুর হাট বাবদ ২ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।ওই চাঁদা না দিলে তারা লালু বেপারিকে সরিয়ে দিয়ে দলীয় ক্ষমতায় সেখানে গরুর হাট বসানোর হুমকি দিয়েছিল।মোহনগঞ্জ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।এ প্রসঙ্গে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত তাহিদ, সাইদুল ও মিন্টুর বিরুদ্ধে ওই কোপানোর ঘটনা ছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডসহ এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।বিমানবন্দর থানায় অভিযোগ দায়েরের পর তারা গাঢাকা দিলেও আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।এদিকে ব্যবসায়ী ইজারাদারকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মোহনগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।