পরিকল্পিতভাবে তাদের ঘরে আগুন দেওয়া হয়েছে – সাজ্জাত হোসেন তুষার
বরিশালে গভীর রাতে ১টি বসত ঘরে আগুন
বরিশাল নগরে ভয়াবহ অগ্নিকান্ডে ১টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। শুক্রবার দিবাগত রাত ৪ টার দিকে নগরের ব্রাউন কম্পাউন রোর্ডের মুখে আ: রউফ মিয়ার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারটি। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৪ টার দিকে আ: রউফ মিয়ার বাড়ির পাহারাদার সাজ্জাত হোসেন তুষারের ঘরের পার্শ্বে একটি টিন সেড গোডাউন ঘরে পরিকল্পিতভাবে র্দূবৃত্তরা আগুন লাগিয়ে পালিয়ে যায়। পরে ঘর থেকে আগুনের সূত্রপাত চারদিকে ছরিয়ে পরে এতে ওই এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরিশালে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী সিগারেটের আগুনের থেকে সূত্রপাত হয়েছে বলে জানান তিনি। অন্য দিকে ক্ষতিগ্রস্থ পরিবারের সাজ্জাত হোসেন তুষার জানায়, পরিকল্পিতভাবে তাদের ঘরে আগুন দেওয়া হয়েছে।