ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে
বরিশালে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ড
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল নগরের হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ৪টি ব্যবসা দোকান পুড়ে যায়। সোমবার রাত দেড়টার দিকে এই ঘটনাটি ঘটে। অগ্নিকান্ডে চৌমাথা এলাকার ব্যবসায়ী সোহেল রানার মা ভ্যারাইটিজ স্টোরসহ পাশের ৪ টি দোকান পুড়ে যায়। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে সোহেল রানার দোকান মা ভ্যারাইটিজ স্টোর থেকেই অগ্নিকান্ডের সূত্রপাত সৃষ্টি হয়। প্রায় ঘন্টাব্যপী ফায়ার সর্ভিস কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রনে আসে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা যায়নি।