অনুষ্ঠানে থিয়েটারের সদস্যরা নৃত্য, আবৃত্তি, গান ও কৌতুক পরিবেশন করে
বরিশালে খেয়ালী গ্রুপ থিয়েটারের বসন্ত আড্ডা
নানা আয়োজনের মধ্য দিয়ে খেয়ালী গ্রুপ থিয়েটার পালন করেছে বসন্ত আড্ডার। সন্ধ্যায় থিয়েটার মিলনায়তনে এ আড্ডার সভাপতিত্বে করেন সংগঠনের সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর স্বপন কুমার পাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাড. এসএম ইকবাল, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, সংস্কৃতিজন মুকুল দাস, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কর, সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুম মুনির টিটু, বিশু ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে থিয়েটারের সদস্যরা নৃত্য, আবৃত্তি, গান ও কৌতুক পরিবেশন করে।