আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্বজনরা
বরিশালে খাল থেকে গলায় ফাঁস দেওয়া নারীর লাশ উদ্ধার
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল সদর চরকাউয়া বাস স্টান্ড সংলগ্ন খালে এক মধ্যবয়সী নারীর গলায় ফাঁস দেওয়া অবস্থায় খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (ফেব্রুয়ারি ৩) সকালে স্থানীয়রা মরদেহ খালে ভাসতে দেখলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঐ নারীর লাশ উদ্ধার করেন। নিহত এই নারী চরকাউয়া ২নং ওয়ার্ডের বাসিন্দা ও চরকাউয়া বাস শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ও খেয়াঘাটের মাঝিমাল্লা সমিতির সভাপতি ওমর আলী খান’র স্ত্রী হাসিনা বেগম। তিন সন্তানের জননী হাসিনা বেগম ছিলেন গৃহীনি। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার এস আই সাহিনুল ইসলাম জানিয়েছেন, স্থানীয় শাখা খালের খান বাড়ি ও খন্দকার বাড়ির মাঝে স্থানে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। তবে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এদিকে স্বজনদের অভিযোগ, জমি জমা নিয়ে বাড়ির পাশের লোকদের সাথে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাই আমাদের মনে হয় তাঁকে হত্যা করা হয়েছে। না হলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কিভাবে খালে লাশ আসবে? পরিকল্পিত হত্যাকান্ড হয়েছে বলে স্বজনরা আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। নিহত হাসিনা বেগমের তিন সন্তানই বিবাহিত। তাঁর স্বামী স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খাল থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবার মামলা করবে।