মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে খালের মধ্যে কচুরিপানার ওপর থেকে শুক্রবার দুপুরে জীবিত অবস্থায় এক বছর বয়সি এক শিশু পুত্রকে উদ্ধার করেছে এলাকাবাসী। ঘটনাটি গৌরনদী উপজেলার বাটাজোর-আগরপুর খালের পশ্চিম চন্দ্রহার নামক এলাকায় ঘটেছে। তবে অলৌকিক ভাবে কচুরিপানার ওপর ভেসে থাকা ওই শিশুটির কোন পরিচয় পাওয়া যায়নি। তাকে সমাজ সেবা অধিদপ্তরের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। গৌরনদী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামের নজরুল সরদারের স্ত্রী লাইজু বেগম খালের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি প্রতিবেশী মোসলেম ফকিরের বাড়ির কাছে পৌছুলেএক শিশুর কান্না শুনতে পান। তিনি কান্নার শব্দ লক্ষ্য করে এগিয়ে গেলে খালের ভেতর কচুরিপানার ওপর শিশুটিকে দেখতে পান। পরে ১৫/১৬ মাস বয়সের ছেলে শিশুটিকে তিনি উদ্ধার করেন। তিনি আরো জানান, উদ্ধারকারী এলাকাবাসী বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। পরে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান। সেখানে প্রাথমিক ভাবে শিশুটিকে মনিরের হেফাজতে রেখে আসা হয়। তবে ওসি বলেন, সন্ধ্যায় শিশুটিকে থানায় নিয়ে আস হয়। সেই সাথে সমাজ সেবা অধিদপ্তরের স্থানীয় অফিসে সংবাদ দেয়া হয়। তারা আসলে শিশুটিকে সমাজ সেবা অধিদপ্তরের আওতাধীন লালন পালনের জন্য সংশ্লিষ্ট স্থানে প্রেরনের সিদ্ধান্ত হয়েছে। আপাতত শিশুটি সুস্থ আছে বলেও জানিয়েছেন ওসি।