Current Bangladesh Time
সোমবার ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১২:৫৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে খাবার চাইতেই শরীরে গরম পানি দিলো সৎ মা, কিশোরের মৃত্যু 
Tuesday January 24, 2023 , 6:53 pm
Print this E-mail this

আপাতত অপমৃত্যুর মামলা দিয়ে ময়না তদন্ত, প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা

বরিশালে খাবার চাইতেই শরীরে গরম পানি দিলো সৎ মা, কিশোরের মৃত্যু


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের হিজলায় গায়ে গরম পানি ঢেলে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরকে মেরে ফেলার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে। মঙ্গলবার (জানুয়া‌রি ২৪) সকালে গুরুতর আহত শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ওই কিশোরের মৃত্যু হয়। নিহত কিশোরের নাম মো: সাইদুল (১৪)। সে উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাউশিয়া গ্রামের জেলে নুরু মীরার ছেলে। নিহত কিশোরের ভাই সিদ্দিক বলেন, আমি মাছ শিকারে নদীতে ছিলাম। সোমবার (জানুয়া‌রি ২৩) বাড়ি এসে শুনতে পাই সৎ মা ফাহিমা ভাই সাইদুলের শরীরে গরম পানি দিয়েছে। কয়েকদিন আগে তার শরীরে গরম পানি ঢেলে দেওয়ায় ঝলসে গেলেও চিকিৎসা করতে দেয়নি। আমি অসুস্থ ভাইকে সোমবার (জানুয়া‌রি ২৩) সন্ধ্যায় হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। চিকিৎসকরা তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিক‌েল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। মঙ্গলবার (জানুয়া‌রি ২৪) সকালে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সাইদুল মারা যায়। পরে তাঁকে থানায় নেওয়া হয় এবং পুলিশ মর‌দে‌হের ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। প্রতিবেশি ইউনুস সরদার জানান, জন্ম থেকেই সাইদুল শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। জন্ম থেকে বিছানায় শুয়ে থাকতো। এক বছর আগে তাঁর মা মারা যায়। ৬ মাস আগে তাঁর বাবা আবার বিয়ে করে। তাঁর বাবা ও ভাই মাছ ধরে খায়। তারা বেশিরভাগ সময় মাছ শিকারে নদীতেই থাকে। ইউনুস সরদার বলেন, সোমবার (জানুয়া‌রি ২৩) বিকেলে সাইদুল বেশি অসুস্থ হয়ে পড়লে প্রতিবেশিরা তাঁকে দেখতে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে, সাইদুল খেতে চেয়েছিলো, তখন তাঁর সৎ মা ফাহিমা গরম পানি ছুড়ে মেরেছে। এতে সাইদুলের শরীর ঝলসে যায়। বিষয়টির কতটুকু সত্য বলতে পারবো না জানিয়ে ইউনুস সরদার আরও বলেন, পরে কয়েকশ মানুষ বাড়িতে উপস্থিত হলে সাইদুলের সৎ মা পালিয়ে যায়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিঞা বলেন, জন্ম থেকে বিছানায় পড়ে ছিলো। শরীরে ঘা ও চামড়া উঠে গেছে। এটা গরম পানিতে হয়েছে কি-না, তা চিকিৎসক বলতে পারবেন। আপাতত অপমৃত্যুর মামলা দিয়ে ময়না তদন্ত করা হবে। প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।
Archives
Image
পুকুরে মিলল ইলিশ, ওজন প্রায় এক কেজি
Image
বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী
Image
বরিশালে আগুনে পুড়েছে রেস্তোরাঁ, আহত বিএম কলেজের ছাত্রী
Image
বরিশালে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন
Image
বরিশালে নৌ-পুলিশ ও মৎস বিভাগের যৌথ অভিযান : ৪০০ কেজি জাটকা জব্দ