১৮ বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দিয়ে কাজ করানো দন্ডনীয় অপরাধ
বরিশালে ক্রমশ:ই বৃদ্ধি পাচ্ছে শিশু শ্রম
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে দিনদিন শিশু শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তবে এ সব শিশু শ্রমিকরা মজুরী বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, বরিশালে কয়েক হাজার শিশু শ্রমিক আছে। বর্তমানে তা বৃদ্ধি পাচ্ছে। এসব শিশুরা সাংসারিক অভাব-অনটনের কারণে শ্রমিকের কাজ করছে। শিশু শ্রমিকের বেশিরভাগ হোটেল-রেঁস্তোরা এবং ওয়ার্কসপসহ বিভিন্ন দোকানপাটে কাজ করে। কিছু কিছু শিশু শ্রমিক আবার বাসা-বাড়ি এবং কৃষি কাজও করে থাকে। প্রাপ্ত বয়স্ক শ্রমিকের চেয়ে শিশু শ্রমিকের মজুরী কম হওয়ায় এদের চাহিদা বেশি। তাছাড়া শিশু শ্রমিকরা কাজে ফাঁকি কম দেওয়ায় ওই সকল প্রতিষ্ঠানে তাদের চাহিদা আরো বেশি। তবে শিশু শ্রমিকদের অভিযোগ মালিকরা তাদের মজুরী কম দেন। একটি হোটেলে কমর্রত শিশু শ্রমিক জানায়, মালিক পক্ষ সারা মাস তাদের ইচ্ছামতো কাজ করান। কিন্তু মাস শেষে মজুরী দেন মাত্র ৩ হাজার টাকা। পক্ষান্তরে প্রাপ্ত বয়স্ক শ্রমিকরা একই সমান কাজ করলেও তাদের মজুরী দেওয়া হয় ৬হাজার টাকা। তবে তারা মজুরী বৈষম্যের শিকার হলেও প্রতিবাদ করার সুযোগ নেই। কারণ প্রতিবাদ করলেই বিনা নোটিশে চাকরি চলে যায়। ফলে তারা নিরুপায় হয়ে কম মজুরী নিয়েই দিনের পর দিন কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে সহকারী আইন ১৮বছরের নিচে অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দিয়ে কাজ করানো দন্ডনীয় অপরাধ। কাজেই এ বিষয়ে মালিকপক্ষের সাবধান হওয়া উচিত।