প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
Tuesday July 3, 2018 , 3:29 pm
পথসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব ও সিটি মেয়র প্রার্থী – ডাঃ মনিষা চক্রবর্তী
বরিশালে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সারাদেশে কোট সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা এবং ছাত্রীদের নির্যাতনের বিচারের দাবী করে ও কোটা সংস্কারের দাবী মেনে নেওয়ার আহবান করে মানববন্ধন ও পথসভা করেছে জেলা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদররোডে এ কর্মসূচি পালিত হয়। জেলা সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে মানববন্ধন পথসভায় বক্তব্য রাখেন বাসদ জেলা সদস্য সচিব ও সিটি মেয়র প্রার্থী ডাঃ মনিষা চক্রবর্তী, বাসদ জেলা আহবায়ক ইমরান হাবীব রুমন, সমাজতান্ত্রিক মহিলা শ্রমীক ফ্রন্ট নেত্রী জোহরা রেখা। মানববন্ধনে বক্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন ভাষা শহীদদের চিহ্নিত প্রতীক শহীদ মিনারের পাদদেশে এখনো এদেশের মেয়েরা সরকার দলীয় ছাত্রলীগের হাতে নির্যাতিত হচ্ছে আমাদের নতুন করে ভাবতে হচ্ছে আমরা কি স্বাধীন দেশে বসবাস করছি কিনা? অবিলম্বে ছাত্রী নির্যাতন চিহ্নিত ছাত্রলীগের হামলাকারীদের বিচারের আওতায় আনার জন্য দাবী জানান। অপরদিকে বরিশাল সরকারী বিএম কলেজের সাধারন শিক্ষার্থীরা একই দাবীতে কলেজের জিরো পয়েন্ট শহীদ মিনার গেট থেকে এক বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে শিক্ষার্থী বিএম কলেজ সড়কে অবরোধ সৃষ্টি করে।