Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ২:০৩ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন 
Monday December 25, 2017 , 5:08 am
Print this E-mail this

কোচিং সেন্টারের আগ্রাসনের কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েছে

বরিশালে কোচিং বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কোচিং বাণিজ্য বন্ধ ও শিশুদের মাসিক বিকাশের সহায়ক কর্মসূচি প্রণয়নের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে জাতীয় শিশু সংগঠন খেলাঘর বরিশাল জেলা কমিটি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ। খেলাঘর বরিশাল জেলা কমিটির সভাপতি জীবন কৃষ্ণ দে’র সভাপতিত্বে মানববন্ধন চলাকালে দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুন, সাবেক সভাপতি পুষ্প চক্রবর্তী, অধ্যাপক শাহ্ শাজেদা, বরিশাল সম্মিলিত সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর প্রমুখ। বক্তারা বলেন, বরিশাল নগরীসহ দেশব্যাপী একটি অসাধু চক্র কোচিং বাণিজ্য চালাচ্ছে। কোচিং সেন্টারের আগ্রাসনের কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েছে। সপ্তাহের ৭দিন কোচিং সেন্টারে যাওয়ার কারণে শিশুরা খেলাধুলার কোনো সুযোগ পাচ্ছে না। মানসিক প্রশান্তির কোনো সুযোগ পাচ্ছে না।

সূত্র : বরিশাল ক্রাইম নিউজ




Archives
Image
ফের সমালোচনার মুখে ঢালিউড অভিনেত্রী পরীমনি
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন