প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে কুড়িয়ে পাওয়া শিশুকে ২ মাস রুপনের কাছ রাখার নির্দেশ
Tuesday October 30, 2018 , 2:03 pm
নগরীর সিটি কলেজ ক্যাম্পাসের গলির ভিতর ৭ দিন বয়সের শিশুটিকে পাওয়া যায়
বরিশালে কুড়িয়ে পাওয়া শিশুকে ২ মাস রুপনের কাছ রাখার নির্দেশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : কুড়িয়ে পাওয়া শিশুকে ২ মাস ৪ দিন কামরুল হাসান রুপনের কাছে থাকার নির্দেশ দিয়েছেন আদালত। বরিশালের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ মিজানুর রহমান ওই নির্দেশ দেন। ওই আদালতের বেঞ্চ সহকারী শেখ মোঃ মিজানুর রহমান জানান, আগামী বছরের ১ জানুয়ারি পর্যন্ত ৭ দিন ১ মাস বয়সের কুড়িয়ে পাওয়া শিশুটি প্রথম যিনি পেয়েছেন তার কাছে থাকার জন্য নির্দেশ দেন আদালত। ১/১/১৯ মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছে। বারী চৌধুরী, ময়না খাতুন, আফসানীল জহির, রোবনা ইসলাম ও ডাঃ এসএম নজরুল ইসলাম শিশুটিকে নিজেদের জিম্মায় নেয়ার জন্য আদালতে আবেদন জানালে বিচারক আগামী বছরের ১ জানুয়ারি মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এর আগ পর্যন্ত সাবেক মেয়র এর পুত্র কামরুল হাসান রুপনের কাছে থাকার নির্দেশ দেন। গত ১০ অক্টোবর নগরীর সিটি কলেজ ক্যাম্পাসের গলির ভিতর ৭ দিন বয়সের শিশুটিকে পাওয়া যায়।