Current Bangladesh Time
মঙ্গলবার জুলাই ১৫, ২০২৫ ২:২০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কাল নাগিনী সন্দেহে গ্রামজুড়ে আতঙ্ক! 
Friday November 1, 2024 , 8:31 pm
Print this E-mail this

সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউটিমের কাছে হস্তান্তর করা হবে

বরিশালে কাল নাগিনী সন্দেহে গ্রামজুড়ে আতঙ্ক!


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের গৌরনদীতে সাপের বাচ্চা ধরা পড়েছে। শুক্রবার (নভেম্বর ১) সকালে পৌর এলাকার গেরাকুল গ্রামে সাপের বাচ্চাটি উদ্ধারের পর কাল নাগিনী সন্দেহে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঐ গ্রামের যুবক সরাফত হোসেন বাবু জানান, শুক্রবার সকাল ১০টার দিকে দুর্লভ প্রজাতের একটি সাপের বাচ্চা দেখতে পেয়ে তারা কৌশলে ওই সাপের বাচ্চাটি বোতলজাত করে স্থানীয় বন বিভাগের কর্মকর্তাদের কাছে হন্তান্তর করেছেন। তবে প্রাথ‌মিকভাবে এটিকে স্থানীয়রা কাল না‌গিনীর বাচ্চা বলে নি‌শ্চিত করে। তথ্যের সত্যতা নিশ্চিত করে বন কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব জানান, এটি একটি বিষধর সাপ। এ অঞ্চলে আগে কখনো ধরা না পড়ায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক রয়েছে। রাতে সর্তকতার সঙ্গে চলাচলের জন্য গ্রামবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে। বিষধর এ সাপের বাচ্চাটি সংশ্লিষ্ট রেসকিউটিমের কাছে হস্তান্তর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড