|
একটি প্রগতিশীল সমাজ গঠনে যা কিছু প্রয়োজন,তা কালের কণ্ঠ করে যাচ্ছে
বরিশালে কালের কণ্ঠ এর সুধী সমাবেশে অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সমাজের অবহেলিত,নির্যাতিত ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে কালের কণ্ঠ।মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক পত্রিকাটি শুরু থেকেই পাঠকের হৃদয় জয় করেছে।কালের কণ্ঠ সব দল ও মতের কথা তুলে ধরছে।একটি প্রগতিশীল সমাজ গঠনে যা কিছু প্রয়োজন,তা কালের কণ্ঠ করে যাচ্ছে।শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিডিএস মিলনায়তনে কালের কণ্ঠ আয়োজিত সুধী সমাবেশে সুধীজনরাই কালের কণ্ঠকে নিয়ে বললেন এসব কথা।একই সঙ্গে তারা গণতন্ত্র রক্ষায় কালের কণ্ঠ বিশেষ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশার কথা জানান।অনুষ্ঠানে কালের কণ্ঠ’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন,সম্পাদক ইমদাদুল হক মিলন,নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল,মফস্বল সম্পাদক জাহেদুল আলম রুবেল,বিজ্ঞাপন ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জিয়া মোসলেহ উদ্দীন আহমেদ প্রিন্স এবং সার্কুলেশন বিভাগের ডিজিএম মীর মো. আবুল হাসান।অনুষ্ঠান সঞ্চালনা করেন কালের কণ্ঠ’র জ্যেষ্ঠ প্রতিবেদক তৌফিক মারুফ।অনুষ্ঠানে কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন,‘কালের কণ্ঠ মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে রাখতে চায়।এই চেতনার সঙ্গে কোনো আপোস করা হবে না।আমরা যে উদ্দেশ্য নিয়ে পত্রিকা বের করেছি, তা পর্যালোচনা করার জন্য বরিশালে এসেছি।আমরা আপনাদের কাছ থেকে শুনতে চাই কালের কণ্ঠ’র ঘাটতি কোথায়,সঠিক পথে এগোচ্ছে কি না।’কালের কণ্ঠ’র নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল বলেন,‘কালের কণ্ঠ বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে পাঠকের সামনে এসেছে।আপনাদের সহযোগিতাও পেয়েছে।এ ধারা অব্যাহত থাকুক, সেটাই চাই।প্রতিশ্রুতি দিচ্ছি,সবার কথা বলবে কালের কণ্ঠ।’অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,জেবুন্নেছা আফরোজ,সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু,মোয়াজ্জেম হোসেন আলাল,বিলকিস জাহান শিরিন,জহির উদ্দিন স্বপন,বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক,মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিভাগীয় পরিচালক অধ্যাপক মো. ইউনুস,অতিরিক্ত বিভাগীয় কমিশনার গোলাম মোস্তফা, র্যাব-৮-এর অধিনায়ক হাসান আল রাজিব ইমন,উপপুলিশ কমিশনার গোলাম রউফ।আরো বক্তব্য দেন,সরকারি বিএম কলেজের সাবেক অধ্যক্ষ শিক্ষাবিদ অধ্যাপক মো. হানিফ,বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক স্বপন কুমার পাল,সরকারি বরিশাল মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোতালেব হাওলাদার, এ্যাডভোকেট লস্কর নুরুল হক,বরিশাল মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিম,অধ্যাপক এম মোয়াজ্জেম হোসেন, ইউনিসেফের বরিশাল প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ,গণফোরামের হিরণ কুমার দাস মিঠু,জাসদের আবদুল হাই মাহামুদ,বরিশাল ইসলামিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল,বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন,শিক্ষাবিদ উন্নয়নকর্মী রহিমা সুলতানা কাজল,বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন,সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এ্যাডভোকেট এস এম ইকবাল,সাবেক সভাপতি ও নাট্যজন সৈয়দ দুলাল,কবি হেনরী স্বপন,কাজী মিরাজ মাহমুদ,মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ,সৈয়দ এনায়েত হোসেন ও কালের কণ্ঠ’র বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলাম।
Post Views:
১৩০
|
|