Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৯:৪২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর 
Monday July 9, 2018 , 7:16 pm
Print this E-mail this

তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে – ওসি মুনির হোসেন, গৌরনদী মডেল থানা

বরিশালে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর


বরিশাল জেলার গৌরনদী পৌর সদরের চরগাধাতলী মহল্লার সার্বজনীন শ্রীশ্রী তাঁরা মায়ের মন্দিরে (কালী মন্দির) রবিবার রাতে প্রতিমা ভাংচুর করেছে দুবৃর্ত্তরা। খবর পেয়ে সোমবার সকালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষ দেবনাথ ও দপ্তর সম্পাদক সজল ঘোষ জানান, রবিবার রাত সাতটার দিকে পুরোহিত শঙ্কর চক্রবর্তী পূজা অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে বাড়ি ফিরে যান। রাতের আঁধারে দুবৃর্ত্তরা মন্দিরের পিছনের টিন কেটে ভিতরে প্রবেশ করে কালী প্রতিমার মাথা ভেঙ্গে ফেলে। সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে পুরোহিত মন্দিরে প্রবেশ করে দেখতে পান কালী প্রতিমার মাথা ভাঙ্গা। পরবর্তীতে পুলিশকে খবর দিলে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রব হাওলাদার, গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। গৌরনদী মডেল থানার ওসি মুনির হোসেন জানান, এ ঘটনায় মন্দিরের পুরোহিত শঙ্কর চক্রবতী বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানা মামলা দায়ের করেছেন। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।

– শামীম আহমেদ




Archives
Image
বরিশাল শেবামেকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে সুনসান নীরবতা
Image
আ. লীগের নৈরাজ্য-হরতালের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Image
শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আল্টিমেটাম, প্রো-ভিসিসহ ৩ জনকে দায়ী উপাচার্যের
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ