মুক্তখবর ডেস্ক রিপোর্ট : মুজিব শতবর্ষ উপলক্ষে ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা নিয়ে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৩১ জানুয়ারী) বিকাল ৩টায় বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।
এছাড়া সভাপতিত্ব করেন, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: রুহুল আমিন। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষার প্রসারে যেসকল মহাপরিকল্পনা হাতে নিয়েছেন তা বাস্তবায়িত হলে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের সোনার বাংলা গড়তে খুব বেশী দেরি হবে না। তাই প্রধানমন্ত্রীর পরিকল্পনাধীন পরিকল্পনাসমূহ বাস্তবায়নে সচেষ্ট হওয়ার উদাত্ত আহ্বান জানানোর পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর হরমানের কারিগরি শিক্ষা নিয়ে অনেক তথ্য বহুল উদ্ধৃতি উপস্থাপন করেন তিনি। এদিকে, আলোচনা সভার শুরুতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল টেকনোলজি বিভাগের প্রধান প্রকৌশলী মো: রেজাউল বাহার বঙ্গবন্ধু ও বাংলাদেশ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভাবনা শীর্ষক প্রামাণ্য চিত্র প্রদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ।