ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ
বরিশালে কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টার : বরিশাল নগরের উত্তর বগুড়া রোডের বাসা থেকে নয়ন সরকার (১৮) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার (০৫ নভেম্বর) সকালে ভাড়া বাসার নিজের শয়নকক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।নয়ন বরিশাল নগরের অমৃত লাল দে কলেজের এইচএসসি বিজ্ঞান শাখার ২য় বর্ষের ছাত্র এবং উত্তর বগুড়া রোডের হেরা ভবনের ভাড়াটিয়া ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে।প্রেম সংক্রান্ত বিষয়ে ওড়না পেঁচিয়ে নয়ন আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে পুলিশ।ধীরেন্দ্রনাথ সরকার জানান,সকালে তিনি বাসা থেকে বের হওয়ার সময় নয়নকে ঘরে দেখে যান।এসময় বাসায় তার আরেক ছেলে দীপ্ত ও মেয়ে মিতু ছিলো।ভাই দীপ্ত সরকার জানান,সকাল হয়ে অনেক সময় পার হলেও ডাকাডাকি করে ভেতর থেকে ভাই নয়নের কোন সাড়া শব্দ পাচ্ছিলেন না।পরে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেখেন ভাইয়ের মৃতদেহ ঝুলছে।তাৎক্ষণিক বাবাকে ফোন দিয়ে বিষয়টি জানানো হলে তিনি থানায় খবর দেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস জানান,প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এমন ঘটনা ঘটতে পারে।
ময়নাতদন্তের জন্য মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।