ভিকটিম লোকলজ্জার ভয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন
বরিশালে কলেজছাত্রের বিরুদ্ধে সহপাঠিকে ধর্ষণের অভিযোগ
বরিশালের মুলাদীতে এক কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় ধর্ষণ করার অভিযোগে তার এক সহপাঠীকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার মুলাদী থানায় মামলাটি দায়ের করে ওই কলেজছাত্রীর পিতা আব্দুর রহমান হাওলাদার। অভিযুক্ত হলেন, হিজলা উপজেলার চরনরসিংহপুর এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে মো. আরিফ মাঝি। এজাহার সূত্রে জানা গেছে, বাদী আব্দুর রহমান হাওলাদারের মেয়ে (১৮) এ বছর মুলাদী ডিগ্রি কলেজে বিএ কোর্সে পড়াশুনা করেন। অভিযুক্ত আরিফ মাঝি ও একই শ্রেণিতে পড়াশুনা করেন। তারই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত আরিফ মাঝি ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে ২০১৭ সালের ১৬ জুলাই সকাল ১০ টার সময় অভিযুক্ত আরিফ ভিকটিমকে মুলাদী থেকে বরিশাল এনে এক হোটেলে উঠিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে আরিফ ভিকটিমকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে ভিকটিম আরিফকে বিয়ে করার কথা বললে বিভিন্ন সময় টালবাহানা করে ঘুরাতে থাকেন। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ভিকটিম আরিফের ব্যবহারিত মোবাইলে কল করে বিয়ে করার কথা বললে তিনি ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে গালমন্দ করে এবং বিয়ে করার কথা অস্বীকার করেন। পরে ভিকটিম ওই দিনই লোকলজ্জার ভয়ে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এসময় ভিকটিম ডাকচিৎকার দিলে তার পরিবারের সদস্যরা ছুটে এসে ভিকটিমের গায়ের আগুন নিভিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের আদালতে ধর্ষণের বিষয়ে ১২ ধারায জবানবন্দি প্রদান করেছে।