আটকরা হলেন, দেলোয়ার হোসেন শাহিন এবং রাজিব সিকদার বাপ্পী
বরিশালে কলেজছাত্রীকে উত্যক্ত, আটক দুই বখাটে
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোড বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজ ও এরআরএস গার্লস হাইস্কুলের সামনে মেয়েদের উত্যক্ত করার অভিযোগে দুই বখাটেকে আটক করেছে পুলিশ। বুধবার (২৩ মে) দুই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটকরা হলেন, দেলোয়ার হোসেন শাহিন এবং রাজিব সিকদার বাপ্পী। এই দুই বখাটেকে হাতেনাতে তাদের আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশ। আটক দুই জন ওই এলাকার বাসিন্দা। অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন মাহি জানান, বাপ্পী ও শাহিন কিশোর মজলিশ কমপ্লেক্সের সামনে মেয়েদের উত্যক্ত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে তাদের হাতেনাতে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিএমপি অ্যাক্টের ৭৯ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।