স্টাফ রিপোর্টার : বরিশালে সিসনোভা আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা ও বিনামূল্যে সিসনোভা আইসিটি কম্পিউটার বিতরন করা হয়েছে।গত সোমবার সকালে বরিশাল বিভাগের এর “অমৃত লাল দে কলেজ” প্রাঙ্গণে সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিঃ এর কাজী ফার্মস গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এর উদ্যোগে দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় এই জেলার সকল উপজেলা থেকে মোট ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি শিক্ষকদের স্কুল ও কলেজের পাঠ্যক্রম অনুযায়ী সি-প্রোগ্রামিং,ওয়েব পেজের ডিজাইন ছাড়াও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক আইসিটি সিলেবাসের উপর প্রশিক্ষন দেওয়া হয়।এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন “অমৃত লাল দে কলেজ” এর অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল,সিসনোভা আইসিটি কম্পিউটারের বিক্রয় কর্মকর্তা লোকমান হোসেন,প্রশিক্ষক রনি আহম্মেদ,ব্যবস্থাপক মোঃ ফারুক মিয়াসহ সিসনোভা আইসিটি কম্পিউটারের জেলার ডিলার রাও উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ১টি করে সিসনোভা আইসিটি কম্পিউটার বিনামূল্যে বিতরন করা হয়।উক্ত প্রশিক্ষণে আইসিটি শিক্ষকদের পক্ষ থেকে শিক্ষক বিরেন্দ্র রায় বলেন সিসনোভা আইসিটি কম্পিউটার আয়োজিত শিক্ষক ট্রেনিংটি আমার অসম্ভব ভাল লেগেছে।আর সিসনোভা মিনি কম্পিউটারটি সত্যি বিস্ময়কর কম্পিউটার যা দিয়ে সবকিছুই সম্ভব।