|
মহানগর সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত
বরিশালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
বরিশালে আওয়ামীলীগ ও জেলা প্রশাসনের আয়োজনে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ লক্ষে মঙ্গলবার সকাল ৯টায় নগরীর শহীদ সোহেল চত্বর আওয়ামীলীগের দলীয় কার্যালয় সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৪ জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বিষয়ক কমিটির আহবায়ক আবুল হাসনাত আব্দুল্লাহ্, সাধারণ সম্পাদক বরিশাল-২ আসনের সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো. ইউনুস সহ জেলা আওয়ামীলীগের নের্তৃবৃন্দ, নগর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সাধারণ সম্পাদক এ্যাড. একে এম জাহাঙ্গীর হোসাইন সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এর পরপরই শ্রদ্ধা নিবেদন করেন, জেলা ও মহানগর মহিলালীগ, কৃষকলীগ, শ্রমীলীগ, জেলা যুবলীগ, ও মহাগর যুবলীগ, আইনজীবী সমিতি, আইনজীবী পরিষদ, মহানগর ও জেলা স্বোচ্ছাসেবকলীগ, জাতীয় শ্রমীকলীগ, হকার্সলীগ, বাস্তহারালীগ সহ বিভিন্ন সংগঠন যথাযথ ভাবে শ্রদ্ধা নিবেদন করেন। দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয় মহানগর আওয়ামীলীগের আয়োজনে মহানগর সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা ও মহানগর আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠন আলোচনা সভায় অংশ গ্রহন করেন। অপরদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যান উপলক্ষে জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা ও স্মৃতিচারন সভা অনুষ্ঠিত হয়। এখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড. এস এম ইকবাল, মুক্তিযোদ্দা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক), মুক্তিযুদ্ধা, এম জি কবীর ভুলু, মুক্তি যোদ্দা আক্কাস হোসেন, অধ্যাপক নজরুল হক নিলু, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, সাংস্কৃতিক জন সৈয়দ দুলাল, সাংস্কৃতিক ব্যাক্তি কাজল ঘোষ, জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, সমকাল বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যার্টাজী। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার হুমাউন কবীর সহ নগরীর বিভিন্ন সরকারী কর্মকর্তা, শিক্ষক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সাংস্কৃতিক সংগঠন নের্তৃবৃন্দ ও সর্বস্তরের সুধিজন।
শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক
Post Views:
১,৬২০
|
|