Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে এবারও এইচএসসিতে ফলাফলে এগিয়ে মেয়েরা, পাসের হার ৭০.২৮% 
Sunday July 23, 2017 , 5:18 pm
Print this E-mail this

বরিশাল শিক্ষাবোর্ডে যে দুটি কলেজে কেউ পাশ করেনি

বরিশালে এবারও এইচএসসিতে ফলাফলে এগিয়ে মেয়েরা, পাসের হার ৭০.২৮%


স্টাফ রিপোর্টার : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজে কোনো পরীক্ষার্থী পাস করেনি। কলেজ দুটি হলো, পিরোজপুরের ভান্ডারিয়া বিহারী পাইলট উচ্চ মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ ও নেছারাদের সেহাঙ্গল হাইস্কুল অ্যান্ড কলেজ।বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গড় পাশের হার ৭০ দশমিক ২৮ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ৮১৫ পরীক্ষার্থী। এবারো গড় পাশ এবং জিপিএ ফাইভের বেলায় এগিয়ে মেয়েরা। রোববার (২৩ জুলাই) বেলা সোয়া ১১টায় শিক্ষা বোর্ডের সভাকক্ষে এই ফলাফল ঘোষণা করেন সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য। বোর্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ বছর ৩২৯ কলেজের ১১৬ টি কেন্দ্র অনুষ্ঠিত পরীক্ষায় ৬১ হাজার ৯ শত ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৬০ হাজার ৪ শত ৮৬ জন। এরমধ্যে পাস করেছে ৪২ হাজার ৫০৭ জন। যার গড় পাসের হার ৭০.২৮ ভাগ। যা গত বছরের চেয়ে দশমিক ১৫ ভাগ বেশি। একইভাবে এবারে জিপিএ ফাইভের সংখ্যা হলো ৮১৫টি। এই সংখ্যা গত বছরের চেয়ে ২৮টি বৃদ্ধি পেয়েছে। মেয়েদের বেলায় ২৯ হাজার ১ শত ৪৭ জন অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৩’শ ৯৬ জন। তাদের গড় পাসের হার ৭৩.৪১। জিপিএ ৫ পেয়েছে ৪ শত ১৮ জন। ছেলেদের মধ্যে ৩১ হাজার ৩’শ ৩৯ জন অংশ নেয়। এরমধ্যে ২১ হাজার ১ শত ১১ জন পাস করেছে যার গড় ৬৭ দশমিক ৩৬। জিপিএ ৫ পেয়েছে ৩ শত ৯৭ জন। এবারে পাশের হারে বিভাগের ৬ জেলার মধ্যে ৭৫ দশমিক ৫৭ ভাগ পাশ করে পটুয়াখালী জেলা সর্বাগ্রে আর ৬০ দশমিক ১৮ ভাগ পাশ করে পিরোজপুর জেলা সবার শেষে অবস্থান করছে। যেখানে বরিশাল জেলার অবস্থান ৭০ দশমিক ১ ভাগ পাশ করে চতুর্থ স্থানে। ফলাফলের বিষয়ে বোর্ড সচিব বিপ্লব কুমার ভট্টাচার্য্য বলেন, সব মিলিয়ে ইংরেজী বিষয়ে ফলাফল খারাপ হয়েছে। এই বিষয়ে ফল ভালো হলে পাশের হার আরও বাড়তে বলে মনে করেন তিনি। পাসের হার শূন্য থাকার বিষয়টি নিশ্চিত করে বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম জানিয়েছেন, এ দুই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। কিন্তু তাদের কেউ পাস করেনি। এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠান দুটির কর্তৃপক্ষকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বরিশাল শিক্ষাবোর্ড সূত্র জানায়-এ বছর এইচএসসি পরীক্ষায় ৭০.২৮ শতাংশ পাস করেছে। এ বছর ৩শ’ ২৯ কলেজের ১শ’ ১৬টি সেন্টারে ৬১ হাজার ৯শ’ ৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১৫ জন। বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০.২৮ শতাংশ। গত বছরে ছিলো ৭০.১৩। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে গত বছরের তুলনায় এবছর পাশের হার বেড়েছে। রোববার (২৩ জুলাই) বেলা ১১টায় বরিশাল শিক্ষাবোর্ডের সভাকক্ষে ফলাফল ঘোষণা করেন বোডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম। তিনি জানিয়েছেন, এ বছর পাসের হার ৭০.২৮। যা গত বছরে ছিলো ৭০.১৩। এ বছর ৩শ’ ২৯ কলেজের ১শ’ ১৬ টি সেন্টারে ৬১ হাজার ৯৩২ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮১৫ জন।




Archives
Image
বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
Image
বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু
Image
বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
Image
বরিশালে জসিম উদ্দিনের অস্ত্র জমা নিয়ে গনমাধ্যমে তথ্য বিভ্রাট
Image
ইউনূস-মোদি বৈঠক হবে কিনা, যা বলছেন বিশ্লেষকরা