|
প্রধান অতিথি ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ রুহুল মঈন চৌধুরী
বরিশালে এপেক্স বাংলাদেশ জেলা-৫’র ৫ টি ক্লাবের যৌথ পালাবদল অনুষ্ঠিত
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : গত শুক্রবার (জুন ২৪) সকালে বরিশাল নগরীর কীর্তনখোলা মিলনায়তনে এপেক্স বাংলাদেশ জেলা-৫’র ৫ টি ক্লাবের যৌথ পালাবদল অনুষ্ঠিত হয়। ক্লাবগুলো হলো-এপেক্স ক্লাব অফ বরিশাল, এপেক্স ক্লাব অফ পটুয়াখালী, এপেক্স ক্লাব অফ মেহেন্দীগঞ্জ, এপেক্স ক্লাব অফ বরগুনা ও এপেক্স ক্লাব অফ বে অফ বেঙ্গল। উক্ত আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেঃ রুহুল মঈন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এন.আই.আর.ডি এপেঃ হাসান আলী, সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় সচীব এপেঃ ফয়সাল শহীদ সুমন, জাতীয় নির্বাহী সচীব (এডমিন) এপেঃ মাসুদুর রহমান, জাতীয় নির্বাহী সচীব (অপারেশন) আমি, এপেক্স বাংলাদেশের ন্যাশনাল অফিসিয়াল এ্যাডঃ কাজী মুনিরুল হাসান খান, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ সাদিকুর রহমান লিংকন, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ নজরুল ইসলাম, ন্যাশনাল অফিসিয়াল এপেঃ ডাঃ সাইদুর রহমান কামাল, জেলা-৫’র সেক্রেটারী এপেঃ কমল দাস শুভ, অনুষ্ঠান পরিচালনা করেন এপেক্স বাংলাদেশের জেলা-৫’র গভর্নর (ডিজি) এপেঃ ডাঃ হুমায়ুন কবির ও চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন-এপেঃ আব্দুল্লাহ আল ইউসুফ মনি। আরো উপস্থিত ছিলেন-জেলা-৬’র পিডিজি এপেঃ ঝরনা, এপেক্স ক্লাব অফ শরিয়তপুরের এপেঃ সুফিয়া রহমান।
Post Views:
১২৬
|
|