Current Bangladesh Time
মঙ্গলবার ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ৯:২৮ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে এক লক্ষ টাকা আত্মসাত করল বিদ্যুৎ অফিসের কর্মকর্তা 
Friday January 17, 2025 , 4:29 pm
Print this E-mail this

বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট, কোনো টাকা নেইনি-উপ-সহকারী প্রকৌশলী

বরিশালে এক লক্ষ টাকা আত্মসাত করল বিদ্যুৎ অফিসের কর্মকর্তা


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের আমানতগঞ্জ পাওয়ার হাউজের উপ-সহকারী প্রকৌশলী বিকাশ কুমার বিশ্বাসের বিরুদ্ধে গ্রাহকের কাছ থেকে মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা মনির হোসেন অভিযোগ করেছেন, তার পুড়ে যাওয়া মিটারের স্থলে নতুন মিটার স্থাপন ও বকেয়া বিল পরিশোধের কথা বলে বিকাশ কুমার বিশ্বাস এক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযোগ সুত্রে জানাযায়, গত তিন মাস আগে বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়ার বাসিন্দা মনির হোসেনের দুটি মিটারের মধ্যে একটি পুড়ে যায় এবং অন্যটিতে বকেয়া বিল থাকে। পুড়ে যাওয়া মিটারটি তার অটোরিকশা গ্যারেজের জন্য ব্যবহৃত হতো। সমস্যার সমাধানের জন্য তিনি বরিশালের আমানতগঞ্জ বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। মনির হোসেন জানান, উপ-সহকারী প্রকৌশলী বিকাশ কুমার বিশ্বাস তাকে নতুন মিটারের জন্য ৫০ হাজার টাকা এবং বকেয়া বিলের জন্য আরও ৫০ হাজার টাকা তার কাছে জমা দিতে চাপ দেন। ব্যাংকে টাকা জমা দেওয়ার অনুরোধ করলে প্রকৌশলী ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেন। ভয়ে মনির তার বাড়িতে বসে এক লাখ টাকা প্রকৌশলীকে দেন, যার একটি গোপন ভিডিও ফুটেজও তার কাছে রয়েছে। তবে টাকা দেয়ার পর থেকে প্রতিদিনই নতুন কোন অজুহাত দিয়ে ভুক্তভোগীকে ঘুরাতে থাকেন প্রকৌশলী। এরপর তিন মাস পার হয়ে গেলেও মিটার পরিবর্তন হয়নি এবং বকেয়া বিল সংক্রান্ত কোনো সমাধান আসেনি। সর্বশেষ গত ১৫ জানুয়ারি পূণরায় বিদ্যুৎ অফিস থেকে মনিরের বাড়িতে কয়েকজন কর্মকর্তা এসে ৫০ হাজার টাকার বকেয়া বিল দাবি করেন। বিষয়টি প্রকৌশলীকে জানালে তিনি আগের এক লাখ টাকা নেওয়ার কথা অস্বীকার করেন। ঐদিন রাত ৮টায় অফিস সময়ের বহির্ভূত মনিরের বাড়িতে যান প্রকৌশলি। এসময় পূর্বের ১লক্ষ টাকার বিষয়টি অস্বীকার করেন এবং তার কোন প্রমাণ নেই বলে জানান তিনি। এছাড়া নতুন করে ৫০ হাজার টাকা জন্য হুমকি দেন যার একটি ভিডিও ফুটেজ (গোপনে ধারণকৃত) রয়েছে ভুক্তভোগীর নিকট। তবে উপ-সহকারী প্রকৌশলী বিকাশ কুমার বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, “বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি মনিরের কাছ থেকে কোনো টাকা নেইনি।” তবে অফিস সময়ের বাইরে গ্রাহকের সাথে আর্থিক লেনদেনের বিষয়ে সঠিক কোন জবাব দিতে পারেননি তিনি। উল্লেখ্য, গত ৭ বছর ধরে প্রকৌশলি বিকাশ কুমার বিশ্বাস বরিশালে কর্মরত রয়েছেন। বিশ্বস্তসুত্রে জানা যায়, পূর্বেও তিনি অনৈতিকভাবে আর্থিকলেনদেন ও বিভিন্ন সময় ঘুষ নেয়ার অভিযোগ এই প্রকৌশলির বিরুদ্ধে।




Archives
Image
বরিশাল শেবামেকে কমপ্লিট শাটডাউনের দ্বিতীয় দিনে সুনসান নীরবতা
Image
আ. লীগের নৈরাজ্য-হরতালের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Image
শিক্ষার্থীদের ৬ ঘণ্টার আল্টিমেটাম, প্রো-ভিসিসহ ৩ জনকে দায়ী উপাচার্যের
Image
ডাক্তারদের উপঢৌকন বন্ধ হলে ওষুধের দাম কমবে ৩০%
Image
বৌদ্ধ ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ