প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
Friday February 23, 2018 , 1:06 pm
বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির চেয়ারম্যান আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি। এরপর পর্যায়ক্রমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার, রেঞ্জ ডিআইজি, মেট্রো পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।