|
আটক নেতা ও শ্রমীকদের মুক্তি সহ নিঃশর্ত মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান
বরিশালে একাধিক পুলিশী বাধার মধ্যে প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় জেল হাজতে থাকা প্রগতিশীল ছাত্র জোটের’র কেন্দ্রীয় নেতা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবীব রুমন সহ সকল শ্রমীক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে প্রগতিশীল ছাত্র জোটের আয়োজন করা ছাত্র সমাবেশ ও মিছিল একাধিক বার পুলিশ বাধা প্রদান করে। পরবর্তীতে সংক্ষিপ্ত সময়ের জন্য মানববন্ধনের মত দাড়িয়ে সমাবেশ করার অনুমতি প্রদান করে পুলিশ। রবিবার সকাল ১১টায় নগরীর ফকিরবাড়ি রোডস্থ বিজ্ঞান আন্দোলন মঞ্চ অফিস থেকে মিছিল বের করে সদররোডে এসে ছাত্র সমাবেশ করার কর্মসূচি ঘোষনা করেছিলেন প্রগতিশীল ছাত্র জোট’র বরিশাল শাখা। প্রগতিশীলের মিছিল বের করার অনেক আগেই সেখানে অবস্থান নিয়ে কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের বাধা প্রদান করে তাদেরকে রাস্তায় দাড়াতে দেয়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরবর্তীতে সদররোড অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়ক সদররোডে মানববন্ধন করার মত দাড়িয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য সমাবেশ করার অনুমতি প্রদান করে আইন শৃঙ্খলা বাহিনী। বরিশাল জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সন্তুমিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রি ছাত্র ফ্রন্টের জেলা আহবায়ক সুজয় বিশ্বাস, ছাত্র ইউনিয়নের সভাপতি দিপংকর কুন্ড, সমাজতান্ত্রি ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রাসেদ শাহরিয়ার, ছাত্র ঐক্যের সরকার আলিমদার, কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সাধারন সম্পাদক মশিউর রহমান খান, কেন্দ্রীয় ছাত্র ফেডারেশনের সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স। কেন্দ্রীয় প্রগতিশীলের ছাত্র নেতৃবৃন্দরা বলেন, দমন নিপিড়ন নির্যাতন করে কখনো স্বৈরাচার সরকার বেশী দিন ক্ষমতা ধরে রাখতে পারেনি। বর্তমান সরকারও ছাত্রদের নির্যাতন, দমন-পীড়ন করে বেশী দিন ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারবে না। কেন্দ্রীয় ছাত্র নেতারা আরো বলেন সরকার মুক্তিযুদ্ধের কথা বলে ক্ষমতার আগলে রাখার জন্য আজ সাধারন মেহনতী মানুষের কন্ঠনালী মাস্তান ছাত্রলীগ ও পুলিশ দিয়ে চেপে রাখতে চাইছে। এসময় তারা আরো বলেন, সারা দেশব্যাপি আন্দোলন ছড়িয়ে দেয়ার আগেই আটক নেতা ও শ্রমীকদের মুক্তি সহ নিঃশর্ত মামলা প্রত্যাহার করে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এছাড়া প্রগতিশীল ছাত্র জোটের সদস্যরা সরকারী বিএম কলেজ ও সরকারী পলিটেকনিক্যাল ইনষ্টিটিউট ক্যাম্পাস থেকে ছাত্রলীগের মহড়া ও পুলিশের বাধার কারনে কর্মসূচি অংশ গ্রহন করতে পারেনি বলে ছাত্র সমাবেশ থেকে অভিযোগ করেন। তারা আরো অভিযোগ করে বলেন শনিবার রাতে পুলিশ আরো ২৮জন শ্রমীককে রাতভর অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

Post Views:
১,৬১৮
|
|