|
তীব্র শীতে সুবিধা বঞ্চিত শিশুরা কষ্ট পাচ্ছে, এই কষ্টের কথা ভেবে দি অডেশাস্ এই কর্মসূচী
বরিশালে একশ শিশুর মাঝে শীতবস্ত্র ও আহার্য্য বিতরণ
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : সুবিধা বঞ্চিত শিশুদের উষ্ণ পরশ দিতে বরিশালের একশ শিশুর মাঝে নিজেদের ব্যবহৃত শীতের পোষাক বিতরন করেছে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা। গতকাল বুধবার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দি অডেশাস্ এর ব্যনারে নগরীর আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন হল রুমে এ শীতবস্ত্র ও আহার্য্য বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসন (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ। দি অডেশাস্ সভাপতি সাঈদ পান্থ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যজন কাজল ঘোষ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শাজাহান হাওলাদার, রাজনৈতিক ব্যক্তিত্ব এ্যাড. হিরন কুমার দাস মিঠু, এ.কে ইনস্টিটিউশন এর সভাপতি এ্যাড. গোলাম মাসউদ বাবলু, উন্নয়ন সংগঠক রনজিৎ কুমার দত্ত, সমাজ সেবাক অধীর রঞ্জন খাসকেল, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যাপিকা দিপ্তী রানী ঘোষ, বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্ট এর ফোকাল পারসন আওলাদ রাকিব, রাফসান হক, দি অডেশাস্ সাধারণ সম্পাদক অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী, সহ সম্পাদক র্দুজয় সিংহ জয় প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতে সুবিধা বঞ্চিত শিশুরা কষ্ট পাচ্ছে। এই কষ্টের কথা ভেবে দি অডেশাস্ এই কর্মসূচী গ্রহন করেছে, এ জন্য তাদের সাধুবাদ জানাই। পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও এ বিষয়ে কাজ করতে হবে।
  
Post Views: ০
|
|