প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে একটি বাড়ি একটি খামার প্রল্পের অগ্রগতি পর্যালোচনা সম্মেলন
Saturday March 17, 2018 , 1:43 pm
সরকার চায় শুধু দেশ ও মানুষের উন্নয়ন – মাফরূহা সুলতানা
বরিশালে একটি বাড়ি একটি খামার প্রল্পের অগ্রগতি পর্যালোচনা সম্মেলন
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ‘শেখ হাসিনার উপহার একটি বাড়ি একটি খামার বদলাবে দিন তোমার-আমার’-এই প্রতিপ্যাদ্য নিয়ে বরিশালে একটি বাড়ি একটি খামার প্রল্পের অগ্রগতি পর্যালোচনা সম্মেলন-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে জেলা প্রশাসন ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মাফরূহা সুলতানা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দারিদ্র বিমোচন করার লক্ষ্যে একটি বাড়ি একটি খামার প্রকল্প চালু করেছেন। সরকার এইখাতে যে টাকা বরাদ্দ দিয়েছে তা সঠিকভাবে বন্টন করতে হবে। কিন্তু সঠিকভাবে বন্টন না করার ব্যর্থতায় দরিদ্র মানুষ যেন বঞ্চিত না হয়। তিনি বলেন, এ কাজে গাফলতি করলে সরকার তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবেন। হাজার হাজার টাকা বেতন নিয়ে ঘরে বসে সময় কাটানো যাবে না। সরকার চায় শুধু দেশ ও মানুষের উন্নয়ন। সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেন, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ গোলাম মোস্তফা প্রমুখ।