Current Bangladesh Time
রবিবার সেপ্টেম্বর ১৫, ২০২৪ ১:৩৯ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে উদ্ভাবকের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী ! 
Tuesday June 26, 2018 , 5:53 pm
Print this E-mail this

ঘটনায় বরিশালের সাংবাদিক সমাজে এক বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি

বরিশালে উদ্ভাবকের কাছে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবী !


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে এক উদ্ভাবকের কাছে চাঁদা দাবীর অভিযোগ পাওয়া গেছে আশিক নামের এক প্রতারকের বিরুদ্ধে। তবে ওই অভিযোগের পর একটি ভিডিও চিত্র গণকর্মীদেও কাছে ছড়িয়ে পড়ে, যাতে চাঁদা দাবী ও জিম্মি করার বিষয়টিও প্রমাণিত হয়। এই ঘটনায় বরিশালের সাংবাদিক সমাজে এক বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়া ওই প্রতারক যে পত্রিকার নাম ব্যবহার করে চাঁদা দাবী করেছে সেই পত্রিকার সাথে তার কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত হওয়া গেছে এবং ওই পত্রিকা কর্তৃপক্ষ সতর্কীকরণ বিজ্ঞপ্তিও প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার দুপুরে বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় ব্যাটারী চালিত গাড়ির পুরষ্কারপ্রাপ্ত উদ্ভাবক নজরুলের গ্যারেজে এই ঘটনা ঘটে। পাশাপাশি এই সময় স্থানীয় একটি পত্রিকার ফটো সাংবাদিক আলামিন সাগর চাঁদাদাবী কারী আশিকের পরিচয় জানতে চাইলে আশিক সেখান থেকে সটকে পরে এবং পরে জাতীয় পার্টি নেতা বশির আহম্মেদ ঝুনুর পরিচয় দিয়ে ০১৯৯৬২৫১৪৭২ মোবাইল নম্বর ব্যবহার করে ফটো সাংবাদিক সাগরকে হত্যার হুমকি প্রদান করে। ফটো সাংবাদিক আলামিন সাগর জানান, ‘ভাটিখানা এলাকার ব্যাটারীচালিত অটো গাড়ির উদ্ভাবক নজরুলের গ্যারেজে গিয়ে নানা অনিয়মের কথা বলে ভয়ভীতি দেখায় স্থানীয় একটি পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়া আশিক নামের এক যুবক। ওই এলাকা থেকে আমাকে কল করা হলে আমি সেখানে যাই এবং তার কর্মকান্ড লক্ষ্য করতে থাকি। এক পর্যায়ে সে বরিশালের সিনিয়র সাংবাদিক দাবী করেন এবং তার সাথে অনেক বড় বড় নেতার সখ্যতা রয়েছেও বলে সে জানায়। তাছাড়া তিনি প্রশাসন দিয়ে নজরুলকে হয়রানী করার হুমকিও দেন। একপর্যায়ে তিনি নির্দিষ্ট পরিমান চাঁদা দাবী করেন এবং চাঁদা না দিলে অনেক সমস্যা হবে বলে জানান। এমন সময় তার পরিচয় জানতে চাইলে আশিক জানান তিনি ওই স্থানীয় পত্রিকার সিনিয়র সাংবাদিক। তার সাথে অনেকের ভালো সম্পর্ক রয়েছে। বাকবিতন্ডার একপর্যায়ে স্থানীয় লোকজনের তোপের মুখে আশিক নামের ওই প্রতারক গ্যারেজ ত্যাগ করে চলে যান। গ্যারেজ মালিক উদ্ভাবক নজরুল জানান, রবিবার রাতে আশিক নামের এই লোক আমাকে ফোন করে বলেন যে আমার নামে বাপ্পী নামের এক লোক ওই স্থানীয় পত্রিকায় নিউজ জমা দিয়েছে। কিন্তু তিনি তা আটকে রেখেছেন এবং বিষয়টি তিনি সোমবার তদন্তে সরেজমিনে দেখতে আসবেন। আমিও বিষয়টি স্বাভাবিক ভেবে নেই। কিন্তু সাংবাদিক দাবীদার আশিক বলেন যে, আমি (নজরুল) অবৈধভাবে এখানে ব্যাটারীচালিত গাড়ি তৈরী করছি এবং তা বাইরে বিক্রি করছি। এসময় আমি তাকে চ্যালেঞ্জ করি যে, আমি যদি এই গাড়ি বাইরে বিক্রি করে থাকি তাহলে আমাকে যে শাস্তি দেবে তা মাথা পেতে নেব। কিন্তু বার বার সে আমাকে সিটি কর্পোরেশন, মন্ত্রনালয় এবং পুলিশ প্রশাসনের ভয় দেখিয়ে চাঁদা দাবী করে। এছাড়া তার সাথে বড় বড় নেতাদের সখ্যতার বিষয়টি জানায়। কিন্তু আমি তাকে বলি এই গাড়ি তৈরী করায় মন্ত্রনালয় আমাকে পুরষ্কৃত করেছে। আমি পঞ্চম স্থান অধিকার করেছি। কিছুতেই কিছু তাকে বুঝোনো সম্ভব হয়নি। একপর্যায়ে এলাকাবাসীর তোপের মুখে সে সটকে পরে। অপরদিকে ফটো সাংবাদিক আলামিন সাগরের সাথে বাকবিতন্ডার পর আশিক নামের ওই প্রতারক ০১৯৯৬২৫১৪৭২ মোবাইল নম্বর দিয়ে সাগরকে কল করে বরিশাল মহানগর জাতীয় পার্টি নেতা বশির আহম্মেদ ঝুনুর পরিচয় দিয়ে হত্যার হুমকি দেয় বলে সাগর জানায়। এই বিষয়ে বরিশাল মহানগর জাতীয় পার্টির নেতা বশির আহম্মেদ ঝুনু জানান, আমার সুনাম বিনষ্ট করার জন্য কেউ এই কাজটি করেছে। আমি এই বিষয়ে আদৌ কিছু জানিনা। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা যায়, আশিক নামের ওই যুবক উদ্ভাবক নজরুলের উদ্দেশ্যে বলেন তিনি বরিশালের সিনিয়র সাংবাদিক। তার শরীরে দুইটি বুলেট লেগেছিল তাতেও তার কিছু হয়নি। মৃত্যুর ভয় নেই তার। এছাড়া আওয়ামী লীগের সিনিয়র নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ও বিএনপির সিনিয়র নেতা মজিবর রহমান সরোয়ারের সাথে তার অনেক সখ্যতা। তাদের দেয়া তথ্যানুযায়ী সে চলাচল করে বলে নজরুলকে বলেন, যেটা ভিডিও কথোপকথোনে শোনা গেছে। পাশাপাশি আশিক ফোন দিলে কয়েকশ সাংবাদিক সেখানে জড়ো হওয়ার বিষয়টিও শোনা যায় ভিডিও রেকর্ডিং এ।




Archives
Image
বাংলাদেশকে ২০২ মিলিয়ন ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
Image
ত্রাণের টাকা কোথায়, জানালেন হাসনাত আব্দুল্লাহ
Image
বরিশালে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু
Image
বৈরী আবহাওয়ায় বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ
Image
বরিশালে জসিম উদ্দিনের অস্ত্র জমা নিয়ে গনমাধ্যমে তথ্য বিভ্রাট