প্রচ্ছদ » স্লাইডার নিউজ » বরিশালে ঈগল পরিবহনের চাপায় শিশুর মৃত্যু, চালক সহ বাস আটক
Saturday March 17, 2018 , 1:47 pm
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে
বরিশালে ঈগল পরিবহনের চাপায় শিশুর মৃত্যু, চালক সহ বাস আটক
মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বড় ভাইয়ের সামনেই বাসের চাপায় পিষ্ট হয়ে করুন মৃত্যু হয়েছে ছয় বছর বয়সি ছোট বোন তাছলিমার। অসহায় বড় ভাই তাকিয়ে থেকে চিৎকার ছাড়া কিছুই করতে পারেনি ছোটের বোনের জন্য। শুক্রবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর সিমানাবর্তী গড়িয়ার পাড়ে ঈগল পরিবহন কোম্পানির একটি বাসের চাপায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই স্থানীয় জনতা আটক করেছে ঘাতক ঈগল পরিবহন এবং তার চালককে। পরে তাদেরকে এয়ারপোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত ঘাতক ঈগল পরিবহন কোম্পানির বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৮৯৯৩) এর চালক আলমগীর হোসেন (৫০) ভাঙ্গা থানাধিন পুকুরিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন। এছাড়া নিহত শিশু ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী এলাকার হারুন অর রশিদ এর কন্যা তাসলিমা আক্তার (৬)। তিন ভাই বোনের মধ্যে তাসলিমা মেঝ। নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তাসলিমা তার বড় ভাই’র সাথে গড়িয়ার পাড় এলাকায় ফুফু বাড়িতে বেড়াতে আসে। গরিয়ার পাড়ে মাহেন্দ্র (থ্রি-হুইলার) থেকে নামার পরে দুই ভাই বোন রাস্তা পাড় হচ্ছিলো। ঠিক সেই সময় ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহন কোম্পানির ওই বাসটি দ্রুত গতিতে ঘটনাস্থল অতিক্রম করছিলো। এসময় বড় ভাই দ্রুত রাস্তা পার হতে পারলেও বাসের নিচে চাপা পরে ছোট বোন তাসলিমা। আর সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় পথচারী এবং ব্যবসায়ীরা ছুটে এসে ঘাতক বাস ও চালক আলমগীরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার অফিসার ইন-চার্জ (ওসি) আনোয়ার হোসেন।