|
| | | |
রিফাতকে ১৩০ পিচ ইয়াবাসহ আটক করে নগর ডিবি পুলিশের এস আই হেলাল
বরিশালে ইয়াবা মামলায় কথিত ছাত্রলীগ কর্মী, রিফাতকে জেলে প্রেরণ
নিজস্ব প্রতিবেদক : ইয়াবা মামলায় কথিত ছাত্রলীগ কর্মী, রায়হান রিফাতকে জেলে প্রেরণ। গতকাল (১৯-০৩-১৮) রাতে নগরীর জিলা স্কুল মোড় থেকে রায়হান রিফাতকে ১৩০ পিচ ইয়াবাসহ আটক করে নগর ডিবি পুলিশের এস আই হেলাল। ডিবি সুত্রে জানাগেছে দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে রায়হান রিফাত ও নাহিদ ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে। গতকাল (১৯-০৩-১৮) ইয়াবা পাচারকালে রিফাতকে আটক করলেও ঘটনাস্থল থেকে সটকে পরে নাহিদ। উল্লেখ্য, পটুয়াখালী জেলার বাউফল ভরপাশা গ্রামের আ: রাজ্জাক মিয়ার ছেলে রায়হান রিফাত, বরিশাল নগরীর মুনসুর কোয়াটারে আজাদ মিয়ার বাসায় ভাড়া থাকেন।
Post Views:
১২৮
|
| | | |
|
| | | |
Archives
| | | | |
| | | |
|
|