মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাসস্ট্যান্ড থেকে ইয়াবাসহ গৌরনদীর যুবলীগ নেতা এমদাদ হোসেন মৃধাকে আটক করেছে পুলিশ।শনিবার রাতে আটক এমদাদকে গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।এমদাদ গৌরনদীর সরিকল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত আব্দুল লতিফ মৃধার ছেলে।উজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম রাজীব জানান,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বামরাইল বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে এমদাদকে আটক করা হয়।এসময় তার দেহ তল্লাশি ইয়াবা পাওয়া যায়।উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান,এমদাদ দীর্ঘদিন ধরে ইয়াবা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিল।তিনি গৌরনদীসহ বিভিন্ন উপজেলায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা হিসেবে পরিচিত।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।শনিবার রাতেই এমদাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ।ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।