Current Bangladesh Time
শনিবার ডিসেম্বর ২৭, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইয়াবাসহ পুলিশ কনস্টবল গ্রেফতার 
Saturday September 23, 2017 , 6:41 pm
Print this E-mail this

গ্রেফতারকৃত পুলিশ কনস্টবল সাইফুল ইসলামের বোন ও বাবা পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন

বরিশালে ইয়াবাসহ পুলিশ কনস্টবল গ্রেফতার


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ তিন জনকে ৪৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।এ ঘটনায় শুক্রবার রাতে কোতোয়ালী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়েরের পর শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলো : বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের হলতা গ্রামের শাহজাহান সিরাজের পুত্র ও বরিশাল মেট্টোপলিটন পুলিশের কনস্টবল সাইফুল ইসলাম (২০),একই উপজেলার রামনগর এলাকার রুস্তুম আলী তালুকদারের পুত্র কামরুল ইসলাম (৩৫) ও মহেষপুর এলাকার মৃত শাহজাহান মুন্সীর পুত্র জাহিদুল ইসলাম (৩০)।কোতোয়ালী মডেল থানায় সেকেন্ড অফিসার এস আই সত্যরঞ্জন খাসকেল জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক দুটি মামলার বাদি হয়েছেন মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের এসআই দেলোয়ার হোসেন।এরমধ্যে একটি মামলায় গ্রেফতারকৃত তিনজনকে এবং অপর মামলায় শুধু জাহিদুলকে আসামি করা হয়েছে।সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে রূপাতলী ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের সামনে অভিযান চালিয়ে জাহিদুল ইসলামকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জাহিদুলের দেয়া তথ্যমতে ওজোপাডিকোর রেষ্ট হাউজের নিচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে কামরুল ইসলামকে দুইশত পিস ও পুলিশ কনস্টবল সাইফুল ইসলামকে একশত পিস ইয়াবাসহ আটক করা হয়।পাশাপাশি ওই কক্ষের একটি খাটের নিচ থেকে জাহিদুল আরও একশত পিস ইয়াবা বের করে দেয় পুলিশকে।পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত পুলিশ কনস্টবল সাইফুল ইসলামের বোন ও বাবা পুলিশ বাহিনীতে কর্মরত রয়েছেন।




Archives
Image
বরিশালে মান্তা সম্প্রদায়ের নৌবহরে চারুকলার আর্ট ক্যাম্প
Image
দুই লঞ্চের সংঘর্ষ : নিহত চারজনের লাশ শনাক্ত, আটক ৪
Image
বরিশালে ৫শতাধিক ছাত্র-জনতার ৭ কিলোমিটার দৌড় অনুষ্ঠিত
Image
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা
Image
বরিশালে ফুটপাতে পিঠা বিক্রেতাকে আয়কর রিটার্নের নোটিশ!