Current Bangladesh Time
শুক্রবার অক্টোবর ৪, ২০২৪ ১১:১৮ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইউপি সদস্যর ঘুষিতে রং মিস্ত্রী নিহত, আটক-১ 
Sunday January 21, 2018 , 6:50 pm
Print this E-mail this

পুলিশ চায়না বেগম নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে

বরিশালে ইউপি সদস্যর ঘুষিতে রং মিস্ত্রী নিহত, আটক-১


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশাল জেলার বাকেরগঞ্জে ইউপি সদস্যর হামলায় তোফাজ্জেল হোসেন জিতেন মল্লিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত তোফাজ্জেল উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের মধ্যজিরাইল গ্রামের নাজেম আলী মল্লিকের ছেলে ও পেশায় একজন রং মিস্ত্রি। শনিবার সকালে এই ঘটনায় হামলাকারী ইউপি সদস্য লিটন সরদারকে পুলিশ গ্রেফতার করতে না পারলেও চায়না বেগম নামের এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। চায়না নিহতের প্রতিবেশী কালাম মল্লিক এর স্ত্রী। তার সাথে নিহত জিতেন এর জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। প্রত্যক্ষদর্শী জিতেন মল্লিক এর চাচাত ভাই জামাল মল্লিক জানান, জিতেনের সাথে তার অপর চাচাতো ভাই কালাম মল্লিকের জমিজমা নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধ নিরসনের জন্য ইউপি’র দুই নম্বর ওয়ার্ডের সদস্য লিটন সরদার এর মধ্যস্ততায় ২৩ জানুয়ারী সালিশ বৈঠকে বসার কথা ছিলো। এজন্য সাতজন সালিশদার ঠিক করা হয়। কিন্তু দুর্গাপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বর ও একই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সরদার সালিশদার হিসেবে পার্শ্ববর্তী ৩নং ওয়ার্ডের মেম্বার ইউনুসকে রাখার কথা বলে। কিন্তু তা মেনে নিতে অস্বীকৃতি জানায় জিতেন। এ নিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। তখন জামাল এবং পার্শ্ববর্তী একটি মাদ্রাসার হাফেজের উপস্থিতিতে দু’জনকে সরিয়ে দেয়া হলে জিতেন ঘটনাস্থল হতে বাড়ির উদ্দেশ্যে হাটতে শুরু করে। এসময় লিটন পেছন থেকে গিয়ে জিতেনের ঘাড়ে ঘুষি মারে। এতে সে মাটিতে লুটে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানা পুলিশের ওসি মো. মাসুদুজ্জামান জানান, এখন পর্যন্ত ঘাতক লিটন সরদারকে আটক করা সম্ভব হয়নি। তবে নিহতের চাচাত ভাই’র স্ত্রী চায়না বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পাশাপাশি লিটনকেও আটকের চেষ্টা করা হচ্ছে।




Archives
Image
৪ দফা দাবিতে বরিশাল শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি
Image
তোফাজ্জল হত্যার বিচারের দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ
Image
বরিশালে অবৈধভাবে বালু ভরাটের প্রতিবাদ সংখ্যালঘু যুবককে মারধরের অভিযোগ
Image
সাবেক এমপি বাহার ও তার মেয়ের ব্যাংক হিসাব জব্দ
Image
ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আরও ৬ দিনের রিমান্ডে