Current Bangladesh Time
সোমবার জুলাই ১৪, ২০২৫ ৯:১৪ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মোটরসাইকেলে অগ্নিসংযোগ 
Friday November 15, 2024 , 5:29 pm
Print this E-mail this

চাঁদাবাজি ও মারধরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ

বরিশালে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মোটরসাইকেলে অগ্নিসংযোগ


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (নভেম্বর ১৪) বিকেল ৩টার দিকে চাখার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির নেতাকর্মীরা ওই ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তার ব্যবহৃত মোটরসাইকেল আগুন লাগিয়ে দেয়। পরে সন্ধ্যায় পুলিশ তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়। শুক্রবার (নভেম্বর ১৫) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু জানান, চাখার বাসস্ট্যান্ড এলাকায় অগ্রণী ব্যাংকে তার হিসাব নম্বরের স্টেটমেন্ট (বিবৃতি) আনতে গিয়েছিলেন। স্টেটমেন্ট নিয়ে বের হওয়ার সময় নিচ থেকে একজন তাকে ফোন করেন। তিনি টুকুকে জানান, বের হলেই তার ওপর হামলা হবে। তখন তিনি আর ব্যাংক থেকে বের হননি। এক পর্যায়ে দেখতে পান ব্যাংকের সামনে থাকা তার মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। পরে তিনি থানার ওসিকে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ করেন। সন্ধ্যার দিকে ওসি গিয়ে তাকে উদ্ধার করেন। এদিন রাতেই উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার গ্রামের বাসিন্দা বিএনপি নেতা ফারুক সিকদার ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু ও বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানাসহ আওয়ামী লীগের ১৪ জন নেতাকর্মীকে সুনির্দিষ্ট ও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বানারীপাড়া থানায় চাঁদাবাজি ও মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তফা জানান,আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে বিএনপির কিছু নেতাকর্মী ধাওয়া দেন। তখন তিনি গিয়ে চাখার বাসস্ট্যান্ডে তার মালিকানাধীন ভবনের একটি ব্যাংকে আশ্রয় নেন। তখন তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তিনি আরো জানান, চাখারের সোনাহার গ্রামের বিএনপি নেতা ফারুক সিকদারের দায়ের করা চাঁদাবাজি ও মারধরের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বরিশালে জেলহাজতে পাঠানো হয়েছে।




Archives
Image
বেনজীরের যুক্তরাষ্ট্র-মালয়েশিয়ার সম্পদ ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ
Image
আগে সংস্কার তারপর নির্বাচন-পিরোজপুরে নাহিদ ইসলাম
Image
বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা : একাই দুই আসনে লড়বেন ফয়জুল করীম
Image
বরিশালে স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ
Image
তথ্য ফাঁসের অভিযোগ, বরিশালে ডিবি কনস্টেবল ফারুক ক্লোজড