দুর্বৃত্তরা তার পা ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে
বরিশালে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতিকে কুপিয়ে জখম
স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি আ. ছালাম আকনকে (৫৪) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আহত আকন (৫৪) চড়বাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলাউদ্দিন আকনের ছেলে। রোববার (৭ জানুয়ারি) সকালে বরিশাল নগরের পোর্টরোডস্থ কলাপট্টি সংলগ্ন এলাকায় তার ওপর এ হামলা হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের ছেলে মো. আরিফ হোসেন জানান, আকন পেশায় একজন মাহিন্দ্রা (থ্রি হুইলার) চালক। তিনি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। ছালাম যাত্রী নিয়ে পোর্টরোডস্থ কলাপট্টি এলাকা সংলগ্ন স্ট্যান্ডে অবস্থানকালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এসময় দুর্বৃত্তরা তার পা ও বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) সত্যরঞ্জন খাসকেল জানান, তারা বিষয়টি শুনেছেন। হাসপাতালে ও ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।