Current Bangladesh Time
রবিবার অক্টোবর ২৬, ২০২৫ ১:৫৬ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আয়কর মেলার শেষ দিনে উপচে পড়া ভীড় 
Tuesday November 7, 2017 , 7:28 pm
Print this E-mail this

এবার আয়কর মেলায় রিটার্ন দাখিলকারী এবং আয়কর আদায়ের পরিমান বেশী

বরিশালে আয়কর মেলার শেষ দিনে উপচে পড়া ভীড়


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : বরিশালে আয়কর মেলার শেষ দিন মঙ্গলবার উপচে পড়া ভীড় ছিলো।এবার আয়কর আদায়ের পরিমাণ বিগত যে কোন সময়ের চেয়ে বেড়েছে।এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।৭ দিনব্যাপী মেলার শেষ দিন মঙ্গলবারও সকাল ১০টায় শুরু হয় আয়কর মেলা।এবারের মেলায় ৬ষ্ঠ দিন পর্যন্ত ৪ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৯৮ টাকা কর আদায় হয়েছে।গত বছর এই সময় পর্যন্ত জমা আদায় হয়েছিলো ৩ কোটি ৯৯ লাখ ৩৪ হাজার ৩শ’ ৫৯ টাকা।বরিশালে এবার ৬ষ্ঠ দিন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছেন ৮ হাজার ২৭৬জন।গত বছর ৬ষ্ঠ দিন পর্যন্ত রিটার্ন জমা দিয়েছিলো ৫ হাজার ১শ’ ৫৪জন।সবকিছু মিলিয়ে এবার আয়কর মেলায় রিটার্ন দাখিলকারী এবং আয়কর আদায়ের পরিমান বেশী।চলতি অর্থ বছরে বরিশাল অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৪শ’ ৩৫ কোটি টাকা।এই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন বরিশালের কর কমিশনার মো: জাহিদ হাসান।




Archives
Image
ঢাকা-বরিশাল নৌরুটে চালু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার
Image
রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন
Image
বরিশাল মহানগর বিএনপির বিবাদ মেটাতে গুলশানে সমঝোতা বৈঠক
Image
বরিশালে বিএনপির কার্যালয় ভাংচুর মামলায় নিজাম গ্রেফতার
Image
বরিশালের চরমোনাইতে মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘চাঁদেরহাট স্পোর্টস ক্লাব’