Current Bangladesh Time
মঙ্গলবার অক্টোবর ৮, ২০২৪ ৮:৫২ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আরসি কলেজের লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ! 
Saturday September 7, 2024 , 7:41 pm
Print this E-mail this

স্থানীয় প্রভাবশালী বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের ছত্রছায়ায় কেটে নিয়ে বিক্রির অভিযোগ

বরিশালে আরসি কলেজের লক্ষাধিক টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ!


শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক : বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ পাতার হাট ১৯৬৬ সালের প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি আরসি কলেজ ক্যাম্পাসের প্রায় ৩৫ বছরের লক্ষাধিক টাকা মূলের একটি রেন্টি গাছ স্থানীয় প্রভাবশালী বিএনপি ও যুবদল নেতৃবৃন্দের ছত্রছায়ায় কেটে নিয়ে বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাশি অভিযোগ সূত্রে জানা গেছে গত ৩১ আগস্ট প্রকাশ্য দিনের বেলায় স্থানীয় বিএনপি আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, বিএনপি নেতা আসাদুজ্জামান মুক্তা,বরিশাল উত্তর জেলা যুবদল আহবায়ক সালাউদ্দিন পিপলু ও পৌরযুবদল আহবায়ক মামুন মিয়াজীর নেতৃত্বে কলেজ বন্ধের দিনে এই গাছ কেটে বিক্রি করে নেওয়া হয় বলে অভিযোগের তীর উঠেছে নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এলাকাবাশির পক্ষ থেকে। এ বিষয়ে আরসি কলেজের স্টাপ পিয়ন নান্নু মিয়া বলেন গত শনিবার ৩১ই আগস্ট কলেজ বন্দের দিনে প্রায় ৩৫ বছরের পুরাতন লক্ষাধিক টাকার গাছটি দিনের বেলায় কেটে নিয়ে যাওয়া হয় বলে রবিবার কলেজে আসার পর জানতে পারেন। এখনো গাছের গোড়া পড়ে আছে তবে কে বা কাহারা নিয়েছে সেকথা নান্নু মিয়া বলতে পারেন না। এ ব্যাপারে আরসি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াস স্যারের সাথে গাছ কেটে নিয়ে বিক্রি করা বিষয় জানতে চাওয়া ও কেন আইনগত ব্যবস্থা অভিযোগ না করার বিষয় জানতে চাইলে তিনি প্রথমে সাংবাদিক পরিচয় পেয়ে তার কথা জড়তা করে ফেলেন। পরে তিনি বলেন, আপনি আসেন সামনা সামনি কথা বলি। পরে এক প্রর্যায়ে গাছ কেটে নেওয়ার কথা স্বিকার করে বলে আমরা এ বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহন করিনি। কেন আইনগত ব্যবস্থা গ্রহন করেন নাই জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এখন ডাক্তারের কাছে বসা, বলে লাইন কেটে দেন। এ ব্যাপারে মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক গিয়াস উদিন দিপেনের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, কলেজের গাছটি বন্যায় ভেঙ্গে খালে পড়ে থাকার কারণে খালে চলাচলরত বিভিন্ন ব্যাসায়ীদের নৌকা চলাচলে বিঘ্ন ঘটে। পরবর্তীতে বাজারের ব্যবসায়ীরা টিএনওর সাথে যোগাযোগ করে শুনেছি। পরে কারা গাছ কেটে নিছে সে বিষয়ে তিনি বা তার দলের লোক জড়িত নয় বলে দাবী করে বলেন এবং তাদের বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার অভিযোগ সত্য নয়।




Archives
Image
দুর্গাপূজায় স্কুল-কলেজ বন্ধ টানা ১১ দিন, অফিস ৩ দিন
Image
গ্রাহককে পিটিয়ে রক্তাক্ত, স্টার কাবাবের ম্যানেজারসহ গ্রেপ্তার ১১
Image
বরিশালে অফিস কক্ষ থেকে ভূমি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার!
Image
বরিশালে সিটি কর্পোরেশন এলাকায় অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু ভরাট ও উত্তোলন
Image
কারসাজি করে বাড়ানো হয়েছে ডিমের দাম