Current Bangladesh Time
সোমবার মার্চ ২৪, ২০২৫ ১০:১৯ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন 
Sunday September 30, 2018 , 6:18 pm
Print this E-mail this

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল ইখতার

বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন


শামীম আহমেদ : ‘জানবো জানাবো, দূর্নীতি রুখবো’-এই শ্লোগান নিয়ে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ই সেপ্টেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ও সচেতন নাগরীক কমিটির সহযোগীতায় এ কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সচেতন নাগরীক কমিটির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য নুরজাহান বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইকবাল ইখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ হোসেন চৌধুরী (হোসেন নানা)। এসময় আরো উপস্থিত ছিলেন বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধি মোঃ আনোয়ার জাহিদ, কাজী জাহাঙ্গির হোসেন, বীর মুক্তিযুদ্ধা আক্কাস হোসেন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, টিআইবি বরিশাল এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম সহ বিভিন্ন উন্নয়ন সংস্থার কর্মকর্তা ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শুভংকর চক্রবর্তী। আলোচনা সভায় বক্তরা বলেন, এখনো অনেক সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে সিটিজেন চ্যাটার বোর্ড স্থাপন করা সহ প্রতিষ্ঠানগুলোতে তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়ার দাবী উঠেছে। এসময় তারা বলেন, দেশের সু-শাসন প্রতিষ্ঠা করতে হলে দূর্নীতি প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এর পূর্বে সকাল সাড়ে নয়টায় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইকবাল আকতারের নেতৃত্বে নগরীতে একটি র‌্যালি বের করে। র‌্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসক দপ্তরে এসে শেষ করে।




Archives
Image
বরিশালে প্রতিবন্ধী নবজাতককে গভীর রাতে সড়কে ফেলে গেলেন স্বজনরা
Image
বোনের শ্বশুরই ধর্ষণ করেন মাগুরার সে-ই শিশুটিকে
Image
বরিশালে জাল নোটসহ কারবারিকে ‍পুলিশে দিল জনতা
Image
পিরোজপুরে চাঁদাবাজির মামলায় এনসিপির প্রতিনিধি গ্রেপ্তার
Image
আবারও সুন্দরবনে আগুন, পানি সংকটে নেভানোর কাজ ব্যাহত