Current Bangladesh Time
সোমবার জানুয়ারি ২০, ২০২৫ ৬:০২ অপরাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আগ্নেয়াস্ত্র, জাল টাকা ও মাদকদ্রব্যসহ আটক-৩ 
Wednesday December 26, 2018 , 7:14 pm
Print this E-mail this

উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে আটককৃতরা কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি

বরিশালে আগ্নেয়াস্ত্র, জাল টাকা ও মাদকদ্রব্যসহ আটক-৩


বরিশালের গৌরনদীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র, জাল টাকা ও বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ৩ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১০ টার দিকে বরিশাল নগরের রুপাতলীস্থ র‌্যাব-৮ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর ল’অফিসার মোঃ তাজুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে ৫ টার দিকে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র একটি বিশেষ আভিযানিক গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। অভিযানে ১ টি বিদেশী পিস্তল, ২ টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি, ১২২ বোতল ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ৩ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট, ২৫ হাজার টাকার জাল নোট, মাদকদ্রব্য বিক্রিত ৫৬ হাজার ৭৮৫ টাকা, ১১ টি সিম ও ১২ টি মোবাইল সেটসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো, কুখ্যাত মাদক ব্যবসায়ী ও গৌরনদীর কটস্থলের বাসিন্দা ইঙ্গল মাঝির ছেলে মোঃ হিরা মাঝি (৩৮) ও তার সহযোগী একই এলাকার বাসিন্দা মোঃ লিয়াকত আলী বেপারীর ছেলে মোঃ বিপ্লব বেপারী (২৬) এবং গৌরনদীর সুন্দরদী এলাকার সন্তোষ কুমার মিত্রের ছেলে পলাশ কুমার মিত্র (২৮)। সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্ধার হওয়া অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদে আটককৃতরা কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। তারা বড় ধরণের নাশকতা অথবা অপরাধ সংঘটনের জন্য এই অবৈধ অস্ত্র মজুদ করেছে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি আটককৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি’র ডিএডি মোহাম্মদ জহিরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী থানায় জাল টাকা, অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করেছেন।




Archives
Image
শিগগির ‘আয়নাঘর’ পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা
Image
বিসিসির ছাঁটাইকৃত পরিচ্ছন্নতাকর্মীদের মানববন্ধন
Image
বরিশালে আড়তেই পচছে ফুলকপি-বাঁধাকপি-শালগম, বিপাকে ব্যবসায়ীরা
Image
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৮ লাখ টাকা ছিনতাই
Image
সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি, সন্দেহ পুলিশের