Current Bangladesh Time
বৃহস্পতিবার নভেম্বর ১৩, ২০২৫ ৭:৩০ পূর্বাহ্ণ
Latest News
প্রচ্ছদ  » স্লাইডার নিউজ » বরিশালে আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার 
Monday October 13, 2025 , 11:17 pm
Print this E-mail this

লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ

বরিশালে আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার


মুক্তখবর ডেস্ক রিপোর্ট : ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমি কেকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (অক্টোবর ১৩) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শহরের সদর রোডের নিজ বাসা থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, রবিবার রাতে কেকা নিজ কক্ষে ঘুমাতে যান। এরপর সোমবার রাত পর্যন্ত তিনি কক্ষের দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তাঁর মেয়েরা দরজা খুলে দেখতে পান, কেকা বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর স্নেহভাজন কেকা ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ২০২০ সালে স্থানীয়ভাবে একটি বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে তিনি আওয়ামী লীগ থেকে বহিস্কার হন। ঝালকাঠির একটি সূত্র জানিয়েছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হলে শারমিন মৌসুমী কেকা একাধিক রাজনৈতিক মামলায় জড়িয়ে পড়েন এবং গ্রেপ্তার আতঙ্কে তিনি ঝালকাঠি ছেড়ে বরিশালের সদর রোডে শ্বশুরবাড়িতে আত্মগোপনে ছিলেন। আওয়ামী লীগ নেত্রীর মৃত্যুকে স্বাভাবিক বলছেন স্বামী লিটুসহ স্বজনেরা। তাদের দাবি, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শারমিন মৌসুমী কেকা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।




Archives
Image
বরিশাল-৩ আসনে সেলিমা নাকি জয়নুল আবেদীন, কে পাচ্ছেন ধানের শীষের মনোনয়ন?
Image
বরিশালে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, আটক ১
Image
বরিশালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, পথে পথে তল্লাশী
Image
ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বিজিবি মোতায়েন
Image
বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন